#Pravati Sangbad Digital Desk:
গত কয়েক বছর ধরেই দেওয়া হচ্ছে দশম শ্রেণীর ছাত্রী ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী সাইকেল। এ বছরেও সেই সাইকেল পেয়েছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রত্যেকেই। কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সারাবিশ্বে এই সাইকেল দেওয়া হলেও ডোমজুড় কোরোলা হাইস্কুলে নিয়মটা এবার অন্যরকমই হল। কিন্তু কেন সারা বিশ্বে যখন নিয়ম এক, তাদের স্কুলে নিয়ম অন্য কেন হবে? ডোমজুড় কোরোলা হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের হাজারো অভিভাবকরা। জানা যাচ্ছে স্কুলের ভেতর থেকে সাইকেল দেওয়ার সময় প্রতি সাইকেল পিছু ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। তাতে কিন্তু নাম নেই স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের।
জানা যাচ্ছে এক অজ্ঞাতে পরিচয় যুবক স্কুলের ভিতরই এই কার্য চালাচ্ছে। এবং তাকে প্রশ্ন করাতে সে উত্তরে বলে, প্রতি সাইকেলের পিছনে সামান্য কিছু খরচ হয়েছে, আর সেই জন্য তাদের কাছ থেকে নাকি এই টাকাটা নেওয়া হচ্ছে। তবে এই ঘটনা সাংবাদিক বলে পৌঁছতেই পালানোর চেষ্টা করে ওই যুবক। সাংবাদিকরা তার হাতের টাকা দেখে তাকে প্রশ্ন করাতে, উত্তরে বলে এই টাকা নাকি তার স্কুলের বেতন।
অপরদিকে অভিভাবকদের তরফে জানা যাচ্ছে, প্রতি সাইকেল পিছু ১০০ টাকা করে কেন দিতে হবে? এই প্রশ্ন তারা করাতে তাদের কাছে উত্তর এসেছিল, বিডিও অফিস থেকে স্কুলের মাঠে আনার সময় প্রত্যেকটা সাইকেলে হাওয়া ভরতে হয়েছে, এবং আনার সময়ও কিছুটা খরচ হয়েছে আর সেই খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে। তবে প্রতি সাইকেল পিছু এই যে টাকা নেওয়া হচ্ছে তার খবর নাকি স্কুল কর্তৃপক্ষ জানে বলেই দাবি করেছে অভিভাবকরা। তবে এই নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে সেই স্কুলে।