মালদহ ও কোচবিহার সীমান্ত এলাকায় সক্রিয় সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সাইবার ক্রাইম থানার পুলিশ। ট্যাব কেলেঙ্কারি ও ডেটা পরিবর্তনের মতো একাধিক অভিযোগে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান, মালদা ও মেদিনীপুর সাইবার ক্রাইম থানার যৌথ অভিযানে ধৃতদের মধ্যে দুই অভিযুক্তের বাড়ি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মালদা সাইবার ক্রাইম থানার অভিযানে গ্রেফতার হয়েছে বৈষ্ণবনগরের সেরাজুল মিয়াঁ ও কোচবিহারের মনোজিত বর্মন। মালদার সীমান্তবর্তী তিনশত দিঘী গ্রামের বাসিন্দা সেরাজুল তার ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল মাত্র ২ হাজার টাকার বিনিময়ে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ওই অ্যাকাউন্টে একটি স্কুলের ১০ হাজার হাজার টাকা জমা হয়েছিল, যা পরে আধার কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হয়। ওই টাকা কার হাতে পৌঁছে দেওয়া হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।
উলেখ্য, কোচবিহারের দিনহাটার বাসিন্দা মনোজিতকে বাংলার শিক্ষা পোর্টালের ডেটা পরিবর্তন এবং ট্যাব কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযোগ, মনোজিত সরকারি ট্যাবের টাকা আত্মসাৎ করার সঙ্গে সরাসরি জড়িত। মালদহ সাইবার ক্রাইম থানার তরফে ১৮১টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি পাঁচটি মামলা দায়ে মামলা দায়ের হয়েছে, যার মধ্যে দুটি মামলার দায়িত্ব নিয়েছে সিআইডি।