কলকাতায় বিগত কয়ের বছরে নগদ টাকা উদ্ধার হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ফের এমনই এক ঘটনা ঘটল বৃহস্পতির সাত সকালে।একেবারে ফুটপাথে বসেই চলছে টাকা গোনার কাজ। সূত্র অনুযায়ী, আজ ধর্মলতা বাসস্ট্যান্ডে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক লাখ টাকার নোট। উদ্ধার হওয়া সেই নোটগুলি নকল হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মানোয়ার শেখ। গ্রেফতার হওয়া এই মনোয়ার মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতের কাছ থেকে মোট তিন লাখ টাকার নোট উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্যান কার্ড কিভাবে আপডেট করবেন জেনে নিন
ইতিমধ্যে আরও জানা গিয়েছে, গতরাতে মালদার কলিয়াচক থেকে শিলিগুড়ি-কলকাতা বাসে উঠেছিলেন মনোয়ার। আজ সকালেই কলকাতার ধর্মতলায় এসে পৌঁছায় সেই বাস। তিনি মোট তিনটি ব্যাগ নিয়ে বাসে উঠেছিলেন। তার মধ্যে দু'টি ব্যাগ বাসের ছাদে এবং একটি তিনি নিজের সঙ্গে সিটে নিয়ে বসেছিলেন। সেই বাস আজ সকাল পৌনে সাতটায় কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে এসে পৌছালো এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা মনোয়ারকে ঘিরে ফেলেছিল। এরপর শুরু হয় তল্লাশি। মনোয়ারের ব্যাগ থেকে মেলে ৫০০ টাকার নোটের একের পর এক বান্ডিল। উদ্ধার হওয়া এই নোটগুলি নকল বলে অনুমান পুলিশের।
উলেখ্য, তদন্তকারীরা জানতে পেরেছিলেন যে উত্তরবঙ্গের বাসের করে নকল টাকা নিয়ে একজন আসছেন কলকাতায়। সেই মতো ভোর থেকেই ধর্মতলায় নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। সেই উদ্ধার হওয়া টাকা গুনতে শুরু করেন গোয়েন্দারা। দেখা যায়, মোট তিন লাখ টাকার নোট ছিল মনোয়ারের সঙ্গে। এদিকে আজই মনোয়ারকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে বলে জানানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও জাল নোট চক্র আছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।