Flash News
Monday, September 22, 2025

কেষ্ট কন্যাকে তলব ইডি-র

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

এবার অনুব্রত মণ্ডলের মেয়ে  সুকন্যা মণ্ডলকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার এএনএম অ্যাগ্রোকেম লিমিটেড-র সমস্ত লেনদেনের হিসাব নিয়ে সুকন্যা মণ্ডলকে ডেকে পাঠিয়েছে ইডি। অন্যদিকে একাধিকবার সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই, কিন্তু বারবার নানা কারণে তলব এড়িয়ে গিয়েছেন তিনি। গত ১৮ই অক্টোবর এএনএম অ্যাগ্রোকেম লিমিটেড-র যাবতীয় লেনদেনের হিসাব নিয়ে তলব করা হয়েছিল তাঁকে, কিন্তু ই-মেলের মাধ্যমেই তিনি সমস্ত নথি পাঠিয়ে দিয়েছেন বলে দাবি সূত্রের।
 
এখন দেখার বিষয়, আগামী বৃহস্পতিবার তিনি আদৌ ইডি তলবে হাজির হন কিনা, নাকি আবারও সেই একই ভাবে এড়িয়ে যাবেন ইডি তলব। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে গিয়েছে ইডি। সূত্রের খবর, সায়গল হোসেনের সাথে আনুব্রত কন্যার কথোপকথন যাচাই করা হতে পারে। সেই সাথে নীড় ডেভেলপার্স নামে আরও একটি সংস্থার হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, চার্জশিটে উল্লেখ রয়েছে সেই তথ্য। সেই সংস্থার নামেও বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তাছাড়া সংস্থার নামে প্রায় ৯০ কাটা জমির সন্ধানও মিলেছে। তবে ইডি-র প্রথমবার তলবে সুকন্যা মণ্ডল হাজির না হলে করা পদক্ষেপ নিতে পারে তদন্তকারী সংস্থা, সূত্রের খবর এমনটাই।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News