আজ মোহন-ইস্ট দৈরথ দেখার জন্য অপেক্ষায় সারা বাংলা

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ এশিয়ার সব থেকে বড় ক্লাসিকো  মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে আছে সারা বাংলা। প্রায় ২০০ বছরের এই দৈরথ ঘটি-বাঙালদের আবেগ, হ্যাঁ এই কদিনে এই দুটি দল নিয়ে হয়তো অনেক সমস্যা হয়েছে, দুই দলের সমর্থক রা রাস্তায় নেমে প্রতিবাদও করেছে, কিন্তু তাতে এই ম্যাচের আবেগ একটুও কমেনি, বরং বেড়েছে। আজ সেই বড় ম্যাচের অপেক্ষাতেই  সমগ্র ফুটবল সমর্থকেরা, যদিও কোভিড এবং কর্পোরেটের ছোঁয়ায় অতীতের ইস্ট-মোহন এবং বর্তমানের ইজ মোহনা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। আগের ইস্টবেঙ্গল এখন শুধু ইস্টবেঙ্গল নেই তাদের নামের আগে জুড়েছে "এসসি" আর মোহনবাগানের নামের আগে জুড়েছে "এ টি কে" এই কারণে দুটি দলের মানচিত্র এখন অনেকটাই আলাদা, পরিবর্তন হয়েছে তাদের অনেক খেলোয়াড়রা, সাবেক মোহনবাগানে যেসব খেলোয়াড়রা খেলতেন এটিকে মোহনবাগান হয়ে যাওয়ার পর সেসব খেলোয়াড়দেরকে এক্ষণ এই দলে দেখা যায় না, ঠিক ইস্টবেঙ্গল এর ক্ষেত্রেও একই অবস্থা।


           ২০২০ সালে এটিকের সাথে মোহনবাগানের সংযোজনের পর থেকেই মোহনবাগান শিবিরে সমর্থকদের দাবির ঝড় দেখা যায়, তাদের দাবি ছিল তারা আইএসএল খেললে যেন শুধুমাত্র মোহনবাগান নাম নিয়েই আইএসএল খেলে, তাদের দলের নামের আগে যেন অন্য কোন দলের নাম না থাকে, কিন্তু সেসব তর্ক-বিতর্ক পরেও লাভ কিছু হয়নি মোহনবাগান সমর্থকদের ধীরে ধীরে সেসব অসুবিধা গুলি কে কাটিয়ে উঠে এই মোহনবাগান আবার তাদের নিজের রুপে ফিরে এসেছে, আগের বছর আইএসএলে প্রথম বারের জন্য অংশগ্রহণ করে এবং তারা ফাইনাল পর্যন্ত যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা মুম্বাই এফসি কাছে ২-১ গোলে হার স্বীকার করে। 


            এই সিজনে শুরু থেকেই এটিকে মোহনবাগান আবার ছন্দে চলে এসেছে, তাদের প্রথম ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার্স এর সাথে যা তারা ৪-২ গোলে জিতে গেছে। এটিকে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও হাবাস আগের বছর এবং এই বছর একই রকম ছন্দে আছে তা ভালই বোঝা যাচ্ছে, আজও তিনি তার দলকে ৩ পয়েন্ট পাইয়ে দেওয়ার জন্য নামবেন তা সকল মোহনবাগান সমর্থকদের কাছে পরিষ্কার।


              এই বছর ইস্টবেঙ্গলের সমর্থকরাও একটি দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল, তাদের বক্তব্য ছিল তাদের স্পন্সর "এস সি" অর্থাৎ "শ্রী সিমেন্ট" কে যেনো বাদ দেওয়া হয়, এবং তার বদলে তাদের নতুন কোনো স্পন্সরকে আনা হয়। এক্ষেত্রেও তাতে কিছু লাভ হয়নি। আজ থেকে ১ বছর আগে ইস্টবেঙ্গল আইএসএল খেলতে পারবে কিনা তা নিয়ে বিতর্ক সমস্যা সৃষ্টি হয়েছিল, আইএসএলে খেলতে গেলে সেই লীগের কাছে বেশ কিছু টাকা জমা রাখলে তবে খেলার অনুমতি পাওয়া যায়, আর সেই মুহূর্তে ইস্টবেঙ্গল এর কাছে কোন স্পন্সর ছিল না এবং আইএসএলে যোগ দেওয়ার শেষ দিনও এগিয়ে আসছিল। শেষে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ইস্টবেঙ্গল তাদের নতুন স্পন্সর এবং আইএসএল খেলার সুযোগ দুই পায়।

              আগের সিজনে ইস্টবেঙ্গল এর খেলার প্রদর্শন একেবারেই নিম্নমানের ছিল, তারা তাদের লীগ যাত্রা শেষ করেছিল ৯ নম্বরে। এবারে তাদের নতুন কোচ হিসেবে এসেছেন রিয়াল মাদ্রিদ বি কে পরিচালনা করে আসা মানলো ডিয়াজ, তার ইস্টবেঙ্গল এভারেস্ট যাত্রা শুরু করেছে জামশেদপুর সাথে ১-১ গোলে ড্র করে। যদি আগের দিনের ম্যাচে তাদেরকে একটুও সপ্রতিভ বলে মনে হয়নি, তাদের মধ্যে দেখা গেছে অনেক রকমের সমস্যা, তার মধ্যে একটি হলো বোঝাপড়া। আগের ম্যাচটিতেও ১-০ গোলে জয়লাভের পর তারা প্রথমার্ধেই সেই ১ গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি ম্যাচের ৪৫ মিনিটে জামশেদপুর একটি গোল দেয়, এবং ম্যাচটি ড্র হয়। 


            গত সিজনে এস সি ইস্টবেঙ্গল, মোহনবাগানের কাছে হোম, অ্যাওয়ে দুটি ম্যাচেই হার স্বীকার করে, আজ তাদের মান রক্ষার ম্যাচ তারা আজ জয়ের জন্যই ম্যাচটি খেলতে নামবে।

          সবশেষে আজ নতুন এক কলকাতা ডার্বির জন্য অপেক্ষা করে আছে সমস্ত ফুটবলপ্রেমীরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tomojoy Shrimany

Related News