ফাইনালের আগেই ফিরে আসছেন জনি কাউকো

banner

#Pravati Sangbad Digital Desk:

এটিকে-মোহনবাগানের ভরসা জনি কাউকো চোট পেয়ে ছিটকে যাওয়ায় কার্যত চাপের মুখে পড়েছিল সবুজ-মেরুন শিবির। সুস্থ হওয়ার জন্য তিনি ফিনল্যান্ডে ফিরে গেলেও তাঁর অবদান ভোলেনি এটিকে-মোহনবাগান। ফিনল্যান্ডের তারকাকে বিশেষ সম্মান জানাতে ফিনল্যান্ড থেকে গোয়া উড়িয়ে আনার পরিকল্পনা করেছে টিম এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের ফাইনালে নামার আগে জনিকে গোয়া নিয়ে আসতে চান এটিকে মোহনবাগানের কর্তারা। সব ঠিক থাকলে শনিবার ফতোরদা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যাবে ফিনল্যান্ডের হয়ে ইউরো ২০২০-তে খেলা তারকা ফুটবলারকে। জনির আগমনের খবরে সবুজ-মেরুন শিবিরে খুশির আবহ।

এটিকে মোহনবাগান দলে দুই গোয়ানিজ তারকা রয়েছেন, লিস্টন কোলাসো ও গ্লেন মার্টিন্স, যাঁদের জন্য গলা ফাটাতে শনিবার ফতোরদার গ্যালারিতে প্রচুর মানুষ থাকবেন বলে জানালেন অন্যতম স্থানীয় তারকা মার্টিন্স। মরশুমের মাঝপথে কলকাতার দলে যোগ দেওয়ার পর মাঝমাঠে বড় ভরসা হয়ে উঠেছেন তিনি। ছোটবেলা থেকে যে মাঠে খেলছেন, সেখানে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলবেন বলে জানিয়ে দিলেন তিনি। গ্লেন মার্টিন্স বলেন, 'গোয়ার মানুষ আমার দলকে ট্রফি হাতে দেখতে চায় বলে অনেক মেসেজ পেয়েছি। ছোট থেকে এই ফতোরদা স্টেডিয়ামে খেলছি। এখানে আইএসএল ট্রফি জিততে পারলে সেটা আমার কাছে বিরাট প্রাপ্তি।' জমজমাট অনুশীলনের ফলে সবুজ-মেরুন শিবিরের মেজাজও বেশ ফুরফুরে। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন কলকাতার দলের ফুটবলাররা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News