Flash news
    No Flash News Today..!!
Wednesday, October 4, 2023

মহিলা T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই, কাদের পাল্লা ভারি?চোটের জন্য অনিশ্চিত স্মৃতি

banner

#Pravati Sangbad Digital Desk:

পুরুষদেরই হোক কিংবা মহিলাদের ক্রিকেট, ভারত–পাকিস্তান ম্যাচ বরাবরই নাটকীয়তা এবং উত্তেজনায় ভরা। যদিও পাকিস্তান মহিলা দলের ওপর বরাবরই আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। রবিবারও পাকিস্তানের বিরুদ্ধে হরমনপ্রীতরা যে বাড়তি আবেগ নিয়ে মাঠে নামবে এটাই স্বাভাবিক। একদিকে যেমন প্রথম ম্যাচের প্রতিপক্ষর নাম পাকিস্তান, তেমনই পাকিস্তান ম্যাচের পর দিনই মুম্বাই অনুষ্ঠিত হবে মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণের জন্য নিলাম। একদিকে পাকিস্তান, অন্যদিকে আইপিলের নিলাম, এই দুটোই এখন ভারতীয় ক্রিকেটারদের কাছে বড় মোটিভেশন।

যদিও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে একেবারেই স্বস্তিতে নেই ভারতীয় শিবির। ফিটনেস সমস্যায় ভুগছেন ভারতীয় দলের দুই সেরা তারকা হরমনপ্রীত কাউর ও স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাঁধে চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। বাংলাদেশ ম্যাচে বাঁ হাতের আঙ্গুলে চোট পেয়েছেন স্মৃতি মান্ধানা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুজনকে ঘিরেই অনিশ্চয়তা রয়েছে। সূত্রের খবর, স্মৃতি মান্ধানার চোটের যা অবস্থা, বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ভারতীয় দলের এই ব্যাটার। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

গত সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পান স্মৃতি।সেই চোট এখনও সারেনি। ২৬ বছরের এই ব্যাটারের বাঁ হাতের আঙুলে চোট রয়েছে। তিনি যদি খেলতে না পারেন, তাহলে জেমাইমা রডরিগেজের সঙ্গে ওপেন করতে পারেন সদ্য অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্য স্মৃতিকে ফিট করে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে ১০০ শতাংশ ফিট না হয়ে উঠলে স্মৃতিকে খেলানো হবে না। ভারতীয় দলে স্মৃতির মতো দক্ষ না হলেও, বিকল্প ক্রিকেটার আছেন। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শেফালি। ফলে তিনি যদি স্মৃতির পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পান, তাহলে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি শেফালি।

ভারতীয় দল যেমন দলের অন্যতম সেরা তারকা স্মৃতির চোট নিয়ে বিব্রত, তেমনই পাকিস্তান দলেও চোট-সমস্যা রয়েছে। আঙুলের চোটের জন্য এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না পেসার ডায়না বেগ। ফলে এই ম্যাচে ভারতীয় দলের সুবিধা হতে পারে।

ভারতীয় দল যেমন দলের অন্যতম সেরা তারকা স্মৃতির চোট নিয়ে বিব্রত, তেমনই পাকিস্তান দলেও চোট-সমস্যা রয়েছে। আঙুলের চোটের জন্য এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না পেসার ডায়না বেগ। ফলে এই ম্যাচে ভারতীয় দলের সুবিধা হতে পারে।


অধিনায়ক হরমনপ্রীত কাউরকে নিয়েও সংশয় রয়েছে। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি ব্যাট করতে নামেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পর বলেছিলেন, বিশ্রাম পেলেই ফিটনেস ঠিক জায়গায় চলে আসবে। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়েছে।

শুধু এই দুই ক্রিকেটারের চোটই নয়, দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়েও চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রেনুকা সিং ছাড়া বাকি বোলাররা সেভাবে ভরসা দিতে পারেননি। অভিজ্ঞ স্পিনার শিখা পান্ডে চোট সারিয়ে ফেরার পর নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পাননি। ব্যাটিং নিয়ে সমস্যা রয়েছে। হরমনপ্রীত এবং স্মৃতি মান্ধানোরকে সেভাবে সাহায্য করতে পারেননি বাকিরা। জেমিমা রডরিগেজ ত্রিদেশীয় সিরিজে এবং দুটি প্রস্তুতি ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। বোলিং অলরাউন্ডার পূজা বস্ত্রকারও ভাল ফর্মে নেই। তবে ভারতীয় দলের উইকেটকিপার–ব্যাটার রিচা ঘোষ ‘‌এক্স ফ্যাক্টর’‌ হয়ে উঠতে পারেন।

এখনও পর্যন্ত মহিলাদের টি-২০ ম্যাচে ১৩ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। তার মধ্যে ১০টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। ৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। রবিবারও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারতীয় দল। ওডিআই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড আরও ভালো। ওডিআই ফর্ম্যাটে ২ দলের সাক্ষাত্‍ হয়েছে ১১ বার। ১১টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড উজ্জ্বলতর করাই ভারতীয় দলের লক্ষ্য। 

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে আছেন- হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, অঞ্জলি সর্বাণী ও পূজা বস্ত্রকর।

রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টায়। টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। বিভিন্ন আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ সম্প্রচারিত হবে ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News