কাতার বিশ্বকাপে একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি পর্তুগাল সিনিয়র ফুটবল দল। তাঁদের স্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটাই ছিল শেষ বিশ্বকাপ। ফলে শিরোপা জিততে মরিয়া ছিল তাঁরা। তবে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে গিয়ে ছিটকে যেতে হয় তাঁদের। এরপরেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন ফার্নান্দো স্যান্টোস।
ব্রুনো ফার্নান্দেস-ক্রিস্টিয়ানো রোনালডোদের নতুন কোচ খুঁজে নিতে বেশি দেরি করেনি পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন। স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেসকে নিয়োগ দেয়া হয়েছে সেলেকাওদের নতুন বস হিসেবে।
প্রসঙ্গত কাতার বিশ্বকাপে বেলজিয়াম দলের কোচের দায়িত্ব পালন করেছেন রবার্টো মার্টিনেজ। গ্রুপ পর্যায় থেকেই কাতারে ছিটকে গিয়েছে বেলজিয়াম। তারপরেই চাকরি যায় মার্টিনেজের। এবার রোনাল্ডোর দেশের জাতীয় দলের নয়া দায়িত্বে এলেন তিনি। রবার্টো মার্টিনেজকে এদিন পাশে দাঁড় করিয়েই বিষয়টি নিশ্চিত করেন বেলজিয়াম ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো গোমেজ। তিনি বলেন, 'যে উত্সাহ, উদ্দীপনা নিয়ে মার্টিনেজ আমাদের প্রস্তাব গ্রহণ করেছে তাতে আমি আহ্লাদিত।'
মার্তিনেসের অধীনেই বেলজিয়াম ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হয়। ২০২২ বিশ্বকাপে নক আউট রাউন্ড থেকে বিদায় নিতে হয় মার্তিনেসের শিষ্যদের।
৪৯ বছর বয়সি স্প্যানিয়ার্ড রবার্টো মার্টিনেজ জানিয়েছেন বেলজিয়াম চ্যাম্পিয়ন হলেও এবার তিনি বেলজিয়াম ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন। উল্লেখ্য ছয় বছর বেলজিয়াম জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি।
মার্তিনেস পর্তুগালের তৃতীয় বিদেশি কোচ। এর আগে দুই ব্রাজিলিয়ান ওত্তো গ্লোরিয়া ও লুইজ ফেলিপে স্কলারির অধীনে ছিল পর্তুগাল।
পর্তুগালের স্বর্নালী প্রজন্মের তারকাদের নিয়ে সাফল্য পেয়েছিলেন সান্তোস। ২০১৬ ইউরো জিতেছিলেন। মার্তিনেসের ওপর দায়িত্ব থাকবে পরের প্রজন্মকে কাজে লাগিয়ে সাফল্য ধরে রাখা।