Flash news
    No Flash News Today..!!
Monday, July 14, 2025

দ্বিতীয়বারের মতো নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল, রোনাল্ডোর চোখে জল বিজয়ের আবেগে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

ফুটবলের আরেকটি ইতিহাস গড়ল পর্তুগাল। দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ শিরোপা ঘরে তুলল তারা। রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টি শুটআউটে শক্তিশালী স্পেনকে ৫-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। আর সেই ঐতিহাসিক মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি পর্তুগিজ মহাতারকা—মাঠেই অঝোরে কেঁদে ফেলেন তিনি।


উলেখ্য,  ফাইনালে রোনাল্ডোর করা গোলেই সমতায় ফেরে পর্তুগাল, যা ছিল তাঁর দেশের হয়ে ১৩৮তম আন্তর্জাতিক গোল। পুরো ম্যাচে নেতৃত্ব, পারফরম্যান্স এবং মানসিক দৃঢ়তায় আবারও নিজেকে প্রমাণ করলেন সিআর৭। এবারের নেশনস লিগে ৮ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোনাল্ডো বলেন, “বিভিন্ন ক্লাবের হয়ে অনেক ট্রফি জিতেছি। কিন্তু দেশের হয়ে ট্রফি জেতা সব সময়েই বিশেষ। পর্তুগালের হয়ে জেতার চেয়ে বড় কিছু হয় না। এই যে চোখে জল আসা—সবই দেশের জন্য আনন্দের বহিঃপ্রকাশ। যেন একটা মিশন সম্পন্ন হল।”দেশের হয়ে পাওয়া সাফল্য নিয়ে তিনি আরও বলেন, “এই পর্তুগাল দল ট্রফির যোগ্য দাবিদার। সেটা আজ প্রমাণ হল। পরিবারের কথা ভেবেও মন খুশিতে ভরে উঠছে। দেশের অধিনায়ক হতে পারা গর্বের বিষয়, বিশেষ করে এই প্রজন্মের দলের সঙ্গে। আর যাই হোক না কেন, দেশের হয়ে ট্রফি জেতা সব সময়েই চূড়ান্ত সাফল্য।”

সাইবার অপরাধ ও নিরাপত্তা: শিশুরা কতটা সুরক্ষিত?"

শেষ মুহূর্তে, স্পেনের নাভাসের নেওয়া শট রুখে দিয়ে যখন পর্তুগাল নিশ্চিত করে জয়, তখন আনন্দ আর আবেগে ভেঙে পড়েন রোনাল্ডো। মাঠেই মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়েন তিনি—একজন কিংবদন্তির চোখের জল যেন পর্তুগিজ ফুটবলের গৌরবময় এক প্রতীক হয়ে রইল। এই জয় শুধু একটি ট্রফি জেতা নয়, এটি রোনাল্ডো এবং পর্তুগাল দলের জন্য একটি মিশন পূরণ, একটি প্রজন্মের স্বপ্ন পূরণ, এবং গোটা জাতির জন্য এক অনন্য গর্বের মুহূর্ত। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News