Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

টেট দুর্নীতি মামলায় এবার নাম জড়াল পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

প্রাথমিক কিংবা এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্ট রাজ্য তরজা আজকের নয়, ইতিমধ্যেই বেশ কিছুজনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট, তার মধ্যে নাম জড়িয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যারও। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে, সেই সাথে বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট।
এবার হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরিতে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্চিতা প্রধান। টেট দুর্নীতি মামলায় এদিন ২৭৩ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট, সেই সাথে বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। দুর্নীতি মামলায় প্রকাশিত চাকরি প্রার্থীর নামের তালিকার মধ্যে রয়েছে শাসক দলের একাধিক ঘনিষ্ঠ ব্যাক্তির নাম, সেই সাথে রয়েছে অনেক নেতা মন্ত্রীর ছেলে মেয়ের নামও। এ  দিন হাইকোর্টের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় ২৭৩ জনকেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে। প্রকাশিত সেই তালিকার মধ্যে  প্রথম সারিতে রয়েছে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্চিতা প্রধানের নাম। তিনি নন্দীগ্রামের উত্তর বয়াল প্রাথমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন। তবে সঞ্চিতা প্রধানের দাবি, “ আমার কাছে এখনও পর্যন্ত এই বিষয়ে কোন নির্দেশ আসেনি”। তিনি আরও বলেন, “ আমি কোন বেনিয়ম করে চাকরি পায়নি, নিজের শিক্ষাগত যোগ্যতা কাজে লাগিয়ে চাকরি পেয়েছি।“ এ বিষয়ে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি হাবিবুর রহমান জানিয়েছেন, “ পূর্ব মেদিনীপুর জেলায় ৩০ জনের নাম প্রকাশিত হয়েছে, হাইকোর্টের নির্দেশ মতোই আমার দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবো”। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি দুর্নীতি রাজ্য
Related News