WBMSC মাধ্যমে খাদ্য দফতরে কর্মী নিয়োগ-রইলো বিস্তারিত তথ্য

banner

#Pravati Sangbad Digital Desk :

করোনা আবহে চাকরি নিয়ে চিন্তিত মধ্যবিত্ত থেকে সাধারণ যুবক-যুবতীরা। স্নাতক ডিগ্রি লাভ করেও বাড়িতে বসে থাকতে হচ্ছে। তবে এবার সুখবর দিলো পশ্চিমবঙ্গ সরকার। ২০২২ সালে প্রথম খাদ্য দফতরে কর্মী নিয়োগের ব্যবস্থা করলো পশ্চিমবঙ্গ সরকার। প্রার্থীরা এর আবেদন করতে পারবেন অনলাইনেই। পদের নাম ফুড সেফটি ম্যানেজার। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। কর্মী নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন -এ।
কিভাবে আবেদন করবেন, যোগ্যতা, বয়সসীমা রইলো সব তথ্য আপনাদের জন্য।
পদের নাম : ফুড সেফটি ম্যানেজার
মোট শূন্যপদ : ৬
বয়স : ৩৯ বছরের মধ্যে। অর্থাৎ ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে।
বেতন : এই পদে নিযুক্ত হওয়ার পর বেতন সংক্রান্ত তথ্য পাবার পে লেভেল ১১ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর। স্নাতক হতে হবে - ফুড টেকনোলজি, এগ্রিকালচার সাইন্স বা ভেটেরিনারি সাইন্স, বায়ো কেমিস্ট্রি বা মাইক্রো বায়োলজি।

অনলাইনে আবেদন পদ্ধতি :
প্রার্থীরা  www.mscwb.org এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন?
আবেদনের শেষ তারিখ :
অনলাইন আবেদন করার শেষ সময় ২১ মার্চ ২০২২ থেকে ১৬ ই এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি :
UR, ORB শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি ২০০টাকা।
ST, SC শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি ৫০ টাকা।
আবেদনকারী প্রার্থীর সঠিক মোবাইল নম্বর ও সঠিক ইমেইল আইডি থাকা অবশ্যক।
কর্মী নিয়োগ পদ্ধতি :
নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে।
লিখিত পরীক্ষার মান ৩০০ নম্বর।
প্রশ্ন থাকবে ১৫০ টি।
প্রত্যেক প্রশ্নের মান ২ নম্বর।
নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি ভুল প্রশ্নে ১নম্বর কাটা যাবে।
ইন্টারভিউ হবে ৫০ নম্বরে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayani Chatterjee

Related News