Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

রেল পুলিশে RPF নিয়োগ বিজ্ঞপ্তি, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরি

banner

#Pravati Sangbad Digital Desk:

রেল পুলিশে RPF নিয়োগ বিজ্ঞপ্তি, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরি

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ RPF এ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ বড় সংখ্যক শূন্যপদ রয়েছে এখানে। তাই এটি নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের জন্য সুখবর হতে চলেছে।

এই প্রতিবেদনে RPF পদে আবেদন করার জন্য কী যোগ্যতার প্রয়োজন, বয়সসীমা কত হতে হবে, বেতন এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।

1. কনস্টেবল / Constable (RPF)

শূন্যপদ- 4208 টি শূন্যপদ রয়েছে।

2. সাব ইন্সপেক্টর / Sub Inspector (SI)

শূন্যপদ- 452 টি শূন্যপদ রয়েছে।


যোগ্যতা

কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের, আবেদন করার জন্য যথাক্রমে দেশের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ এবং গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

এছাড়াও ফিজিক্যালি ফিট হতে হবে প্রার্থীদের। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ফিটনেস শর্তাবলী রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

বয়সসীমা

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে সরকারি পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।


নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে নীচের পরীক্ষা গুলির মাধ্যমে।

1. কম্পিউটার বেসড টেস্ট

2. ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট

3. ডকুমেন্ট ভেরিফিকেশন


আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

জেনারেল, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 500 টাকা, এবং SC, ST, PWD, WOMEN প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

এখানে আবেদন করার শেষ দিন- 14/05/2024

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News