শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার বড়ো বদল ; ক্যামেরাবন্দি ইন্টারভিউ !

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

 শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে এবার কড়া সতর্কতা। নজিরবিহীন পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডকুমেন্ট ভেরিফিকেশন ও অ্যাপটিটিউড টেস্ট ধরা হবে ক্যামেরায়। তবে এই পদ্ধতিতে ইন্টারভিউ - এর জন্য সময় খানিকটা বেশি লাগবে বলেই জানাচ্ছে পর্ষদের আধিকারিকর। বিশেষ সূত্রের খবর , হাইকোর্টের নির্দেশে এর আগে চাকরিপ্রার্থীদের যে ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হয়েছে তার ভিডিওগ্রাফি করা হয়েছে। 

পর্ষদ সূত্রে খবর পুনরায় শিক্ষক নিয়োগ নিয়ে যাতে কোনো অভিযোগ না ওঠে তার জন্যই এই পদ্ধতি অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে চাকুরিপ্রাথীরা যে যে ডকুমেন্টগুলি পেশ করবে তার প্রত্যেকটি ভিডিওগ্রাফি করা হবে বলেও জানা যায়। এর জন্য বিশেষ একটি কন্ট্রোল রুমও চালু করা হবে পর্ষদের পক্ষ থেকে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হওয়া দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। শিক্ষক নিয়োগে উঠেছে একের পর এক অভিযোগ। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের পদ্ধতি নির্বিঘ্নে ঘটার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে শিক্ষামহলের একাংশ। এবার ইন্টারভিউ হবে কলকাতাতেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ বদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

এতদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া জেলা বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক সংসদের অফিসগুলিতে নেওয়া হতো। তবে এবার তা আর হবে না। কলকাতাতেই একাধিক টেবিল করে নেওয়া হবে ইন্টারভিউ। বুধবার পর্ষদ জানিয়েছে কলকাতাতেই ইন্টারভিউ শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। ডিসেম্বর এর শেষ সপ্তাহ থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে পর্ষদ। 

২৭ শে ডিসেম্বর প্রথম পর্যায়ে ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। ওইদিন দুশো -র বেশি চাকুরিপ্রার্থীর ইন্টারভিউ নেবে পর্ষদ। পর্ষদ সূত্রের খবর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে চল্লিশ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০১২ - ২০১৪ - ২০১৭ টেট পরীক্ষা পাশ করা ছেলেমেয়েরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে। 

পর্ষদের আধিকারিকদের মতে এক মাসের মধ্যেই আবেদনকারী চাকুরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া সম্ভব। পর্ষদ সূত্রের খবর জানুয়ারি মাসেও বেশ কয়েকটি দিন ধার্য করা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য। উল্লেখ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন বছরে দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায় পর্ষদ। 

বুধবার পর্ষদের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে ইন্টারভিউ দিতে আসার সময় , কোন কোন ডকুমেন্ট নিয়ে আসতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News