কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, ২০,০০০ টাকা বেতন, আবেদন করুন এখনই

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যেই যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মী নিয়োগ। ডেটা এন্ট্রি অপারেটর পদে চলছে কর্মী নিয়োগ। চুক্তিভিত্তিক এই কর্মী নিয়োগ করা হবে। গত ১ এপ্রিলই এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অফলাইনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারারের কাছে আবেদন করতে পারেন।

রাজ্যের যে কোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যখন রাজ্যে চাকরি প্রার্থীরা একাধিক বিক্ষোভে সামিল ঠিক সেই সময়ই চাকরির দিশা দেখাল কলকাতা বিশ্ব বিদ্যালয়। কী ভাবে করবেন আবেদন? 

শূন্যপদ-

মোট দুটি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্য়তা-

আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ, বিএসসি, আইটি-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। এছাড়া আবেদনকারীদের ই-টেন্ডারিং, সরকারি পোর্টাল, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড ও পাওয়ারপয়েন্টের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে।


বেতন-

ডেটা এন্ট্রি অপারেটর পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

অভিজ্ঞতা-

এই শূন্যপদে যারা আবেদন করতে আগ্রহী, তাদের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রশিক্ষণ-

১১ মাসের সময়সীমায় চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে কর্মী নিয়োগ করা হবে। এরপরে কর্মীর কাজের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

নিয়োগ পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন পদ্ধতি : প্রার্থীকে অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। 

প্রথম স্টেপ : অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। 

দ্বিতীয় স্টেপ : আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট , কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ও বয়সের প্রমাণপত্র সংযুক্ত করে নিদিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

জমা দেওয়ার ঠিকানা : office of the Registrar, university of calcutta, Senate house, Darbhanga Building, 86/1, Collage Street, Kolkata 700073

আবেদনের শেষ তারিখ : ২৩ শে এপ্রিল ২০২৩

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News