২০২৪ সালের ৩১ জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে ৯ হাজার ৫৩৩ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এবার তাঁদেরই নিয়োগ দেওয়া শুরু। গত সপ্তাহেই পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন, এক সপ্তাহের মধ্যেই নিয়োগ করা হবে।
২০১৭ সালের ৯ অক্টোবর টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ২০২১ সালের জানুয়ারি মাসে পরীক্ষা হয়। ২০২২ সালের ১০ জানুয়ারি ফল প্রকাশ হয়। ১১ হাজার ৭৬৫ শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২২ সালের ২১ অক্টোবর। সে বছরের ২৭ ডিসেম্বর শুরু হয় ইন্টারভিউ। তবে এই নিয়োগের প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। সুপ্রিম কোর্ট অবধি তা গড়ায়।
এদিকে ২০০৯-এর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলে বহু জট ছিল। প্রথমে ১৫০৬ জন নিয়োগ হওয়ার পর আজ বাকি ৩২৮ জনের প্যানেল প্রকাশের পর নিয়োগপত্র দেওয়াও শুরু হয়েছে। একইসঙ্গে কুণাল জানান, ডায়মন্ড হারবারের এই আন্দোলনকারীরা অনশন, ধর্ণা তোলার অনুরোধে সাড়া দিয়েছেন। ভবিষ্যতে যদি কিছু বিষয় থাকে তবে সেটা নিয়ে তাঁরা চিঠি দেবেন যা চেয়ারম্যান আইনি পরামর্শ নিয়ে বিবেচনা করবেন।