সর্দি কাশি নিরাময়ে জোয়ান এবং গোলমরিচের গুণ

banner

#Pravati Sangbad Digital Desk:

শীত প্রায় শেষ,আবহাওয়া বদলাচ্ছে,শুরু হচ্ছে গরম, আর এর কারণেই প্রায় সব ঘরেই সর্দি,কাশি শুরু হয়ে যাচ্ছে। আর তার সাথে আছে ব্যাকটিরিয়া ভাইরাস। যার হাত থেকে বাঁচার একমাত্র পথ হলো গোলমরিচ এবং জোয়ান।আমরা সবাই জানি যে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার এক অন্যতম পথ হলো জোয়ান,কিন্তু জানিয়ে রাখি এই জোয়ান বা গোলমরিচ শুধুমাত্র সর্দি কাশি থেকেই রক্ষা করে তা নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য থাকলে,সেই ব্যাথা থেকেও উপসম দেবে,এই জোয়ান। হঠাৎ যদি ভূলবশত আপনি ভুলভাল কিছু খেয়ে ফেলেন,আর সেখান থেকে আপনার পেটখারাপ,আর গ্যাস,অম্বল হয় তাহলে সঙ্গে সঙ্গে এক গ্লাস জলে একটুখানি জোয়ান গুড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন। নিমেষে সুফল পাবেন। আপনি কি দীর্ঘদিন গাঁটের ব্যথায় ভুগছেন? তাহলে আপনাকে জানিয়ে রাখি গোলমরিচ জোয়ানে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি আর্থরাইটিস উপাদান। যা ব্যথা, বেদনা থেকে আরাম দেয়। তাই এই রকম দীর্ঘদিনের ব্যাথা বেদনা থেকে আরাম পেতে আজই ঘরে নিয়ে আসুন জোয়ান আর গোলমরিচ। তাই গ্যাস,অম্বল,ব্যাথা,কোষ্ঠকাঠিন্য যায় হোক না কেনো আগেই চিকিৎসাকেন্দ্রে না গিয়ে ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে,আর একবার করে সেগুলো অনুসরণ করে দেখুন,অবশ্যই উপকার পাবেন।আর এই গোলমরিচ আর জোয়ানের কথা আর আলাদা করে তো বলার কিছুই নেই। উপরিউক্ত পদ্ধতিতে অনুসরণ করুন আর তার সুফল নিজেই উপভোগ করুন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News