Flash news
  1. দামোদর নদের চর থেকে উদ্ধার হল প্রাচীন সূর্য মূর্তি
  2. ভারতীয় সেনা দিবস: বীর সৈনিকদের শ্রদ্ধা এবং ৭৭তম বর্ষপূর্তির গুরুত্বপূর্ণ অনুষ্ঠান
  3. আরএল স্যালাইন সহ ওই সংস্থার ১৪টি ওসুধ নিষিদ্ধ করল স্বাস্থ্য দফতর
  4. গুগল ম্যাপস: আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ
  5. স্টিভ জোব্‌‌সের স্ত্রী কুম্ভমেলায় এসে অসুস্থ হয়ে পড়েছেন
  6. পারফরম্যান্স ভিত্তিক বেতন ব্যবস্থার পথে বিসিসিআই, ক্রিকেটারদের জন্য আসছে কড়া নিয়ম
  7. প্যারিস অলিম্পিক ২০২৪: ত্রুটিপূর্ণ পদক বদলানো হবে, আইওসির বড় ঘোষণা
  8. বিবেকানন্দ সেতু সংস্কার কাজের জন্য বাতিল বেশ কয়েকটি ট্রেন
  9. মহাকুম্ভ মেলা ২০২৫: ১৪৪ বছর পর ঐতিহাসিক আয়োজনে প্রস্তুত প্রয়াগরাজ, যাবেন কিভাবে? থাকবেন কোথায়?
  10. ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: টিকিট বিক্রি ও সরাসরি সম্প্রচারের বিস্তারিত জেনে আসি
  11. প্রবল তুষারপাতেও সোনমার্গ-লাদাখ সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন Z Morh টানেল
  12. মকর সংক্রান্তি ভারতের বৈচিত্রের মধ্যে এক পার্বণ
Thursday, January 16, 2025

কানের পর্দা কেন ফেটে যায়

banner

#Pravati Sangbad Digital Desk:

কানে কটন বাড ব্যবহার করার অভ্যাস অনেকেরই আছে। কানের ময়লা কিংবা কান চুলকাতে কটন বাড ব্যবহার করা হয়ে থাকে। কারণ কাঠি দিয়ে কান খোঁচানোর চেয়ে কটন বাড ঢেড় ভালো এবং নিরাপদ, তাতে কোনো সন্দেহ নেই! কিন্তু জানেন কি বাস্তবে এই কটন বাড কানের জন্য কতটা মারাত্মক! কটন বাড ব্যবহারের ফলে কানের পর্দা ফেটে শ্রবণশক্তি পর্যন্ত হারাতে পারেন।
আবার পারিপার্শ্বিক বিভিন্ন কারণেই আচমকা কানের পর্দা ফাটতে পারে। যেমন-
❏ কানের কোনো অসুখ যেমন—মধ্যকর্ণে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হলে।
❏ কোনো কিছু দিয়ে কান খোঁচালে। যেমন—কটন বাড।
❏ কানে কোনো কিছু ঢুকলে এবং অদক্ষ হাতে তা বের করলে।
❏ দুর্ঘটনা বা আঘাত লাগলে।

❏ হঠাৎ কানে বাতাসের চাপ বেড়ে গেলে। যেমন—থাপ্পড় মারা, বোমা বিস্ফোরণ, অতি উচ্চ শব্দ ইত্যাদি।
❏ সাতার কাটার সময় জলের বাড়তি চাপের কারণে পর্দায় চাপ পড়লে।
❏ অন্য অপারেশনের সময় কানের পর্দা ক্ষতিগ্রস্ত হলে।
❏ যাদের কানের পর্দা আগে থেকেই দুর্বল বা ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষেত্রে নাক চেপে কানে বাতাস দিয়ে চাপ দিলে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News