Flash News
Monday, September 22, 2025

ডি এ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

পঞ্চায়েত নির্বাচনের আগে বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের একদম শেষ পর্যায়ে এসে রাজ্য সব সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করেন অর্থমন্ত্রী। আগামী মার্চ মাস থেকে আরও ৩ শতাংশ হারে ডিএ কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রী। চন্দ্রিমার বাজেট বক্তৃতা শেষের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী যদি কিছু সংযোজন করতে চান করতে পারে। তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া না দিলেও বৃহস্পতিবার মেদিনীপুরের একটি প্রশাসনিক সভায় এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না বলেও দাবি করেন তিনি। শুধু কেন্দ্র নয়, রাজ্য বিজেপির দিকেও আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী চন্দ্রিমার ভট্টাচার্যের বাজেট বক্তৃতা শেষে পর বলতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, "আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে সর্ব শ্রেণির মানুষকে আমরা সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমরা উন্নয়নমূলক কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। অসুবিধা থাকা সত্ত্বেও ষষ্ঠ পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীরা সুযোগ সুবিধা পেয়েছেন। এখনকার সরকারি কর্মীচারীরা ১০ বছরে একবার ব্যাংকক, শ্রীলঙ্কা, মালয়শিয়া ঘুরতে যেতে পারেন। পাঁচ বছরে একবার অন্য কোথাও ঘুরতে যেতে পারেন। তাদের এই সব সুযোগ রয়েছে। আমি মনে করি আজকের বাজেট কর্মসংস্থানমুখী বাজেট। কোটি কোটি ছেলে মেয়ের কর্মসংস্থান হবে আজকের বাজেটের মাধ্যমে। কর্মসংস্থান তৈরি করাই আমাদের কাজ। বাজেটে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।" এ দিন বাজেট বক্তৃতার শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, "রাজ্য সরকারি কর্মীরা আরও ৩ শতাংশ হারে ডিএ পাবেন ৷ পেনশনভোগীরাও আরও ৩ শতাংশ হারে ডিএ পাবেন ৷" আগামী মার্চ মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাওয়া যাবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এর ফলে যাঁরা ৩০০০০ টাকা বেতন পান তাঁদের ডিএ বাড়ছে ৯০০ টাকা৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News