Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে দফায় দফায় নয়া চঞ্চল্যকর তথ্য

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পরে আদালতে ইডি দাবি করেছিল, এই দুর্নীতির ব্যাপ্তি বিশাল। গত ২৫ জানুয়ারী ধৃত কুন্তল ঘোষ আবার নানা তথ্য দিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেন। তাপস মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রথমে কুন্তলকে জেরা করে ইডি ৷ তার পর তাঁর দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালায় ৷ সেখান থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতেই কুন্তলকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছিল ৷ কিন্তু গ্রেফতার হওয়ার পর কুন্তল বারবার দোষ চাপিয়েছেন তাপসের উপর৷ কুন্তলের দাবি, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ওতপ্রাতভাবে জড়িত তাপস মণ্ডল । তাপস একাধিক সময় তাঁর কাছ থেকে টাকা চেয়েছেন । কিন্তু তিনি তাপস মণ্ডলকে কোনও টাকা দেননি । তার টাকা না পাওয়ার রাগ হিসাবে তাঁকে ফাঁসিয়েছেন তাপস। নিয়োগ দুর্নীতির মামলায়, বুধবার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এদিন ফের তলব করা হল হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। এর আগেও তাপসকে ইডির তরফে একাধিক বার তলব করা হয়েছে। তাপসের দাবি, হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল শিক্ষক পদপ্রার্থীদের থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ১৯ কোটি টাকা নিয়েছেন। এর পরই তাঁর বিরুদ্ধে তদন্তে নামে ইডি। ২৩ ঘণ্টা ইডির তল্লাশির পর শনিবার গ্রেফতার করা হয় তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে। শনিবার চিনার পার্কে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ঘটনা ইডি জানিয়েছেন, তাঁর কাছে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও তদন্তে অসহযোগিতা করছিলেন তিনি। তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও ও ব্যাঙ্কের কাগজ সংগ্রহ করেছেন আধিকারিকরা। তবে কোনও টাকা উদ্ধার হয়নি বলে জানিয়েছেন কুন্তলের আইনজীবী। কিন্তু এবার নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এল নয়া তথ্য। নেপথ্যে ‘এজেন্ট’ যোগ। ইডি সূত্রে দাবি, এই ‘এজেন্ট’ মারফত চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগ রাখা হত। এদিকে তাপস মণ্ডলকে জিজ্ঞাসবাদ পর্বে ‘এজেন্ট’ সম্পর্কে তথ্য মিলেছে বলে দাবি ইডির। সূত্রের দাবি, তাপস ইডি আধিকারিকদের জানিয়েছেন তার পরিচিত চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার আসাতে কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেই সকল চাকরি প্রার্থীদের সঙ্গে কুন্তলের যোগাযোগের সেতুবন্ধন ছিল ‘এজেন্ট’।এখন প্রশ্ন হল এজেন্ট কারা? ঘটনাচক্রে জানা গেছে কুন্তল চাকরিপ্রার্থীদের সঙ্গে রোজকার যোগাযোগ রাখার জন্য কিছু মানুষকে তার কাজে রেখেছিলেন। বর্তমানে তারাই এই 'এজেন্ট' তকমা পেয়েছেন। সন্তোষজনক ভাবে এও মনে করা হচ্ছে, এজেন্টরা চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে টাকা এনে কুন্তল বা অন্য কারও কাছে পৌঁছে দেওয়ার কাজ করে থাকতে পারেন। তাই এই প্রসঙ্গে ইডি বেশ সতর্কভাবেই এজেন্ট হিসেবে উঠে আসা নামের ব্যক্তিদের জেরা করে তাদের বয়ান রেকর্ড করতে চাইছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News