Flash News
Monday, September 22, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের শাসকদলের যুব নেতা

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

শিক্ষক নিয়োগ মামলায় এবার গ্রেফতার রাজ্যের শাসকদলের যুব নেতা কুন্তল ঘোষ। দীর্ঘ প্রায় ২৪ ঘন্টা ধরে তাঁর দুই ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। শুক্রবার সকাল থেকে হুগলির যুব নেতা কুন্তল ঘোষের নিউটাউনের চিনার পার্কের দুই ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর যুক্ত থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। শুক্রবার তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে অবশেষে শনিবার গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। ‘তাপস মণ্ডলকে ঘুষ দিইনি বলেই আমায় ফাঁসানো হযেছে।’ ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেই বিস্ফোরক মন্তব্য যুব তৃণমূলের এই নেতার। এদিন গ্রেফতারের পর মেডিক্যাল টেস্টের জন্য কুন্তলকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। এদিনই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ। হেফাজতে চেয়ে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অব্যাহত ধরপাকড়। এবার ইডি’র হাতে গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। স্থানীয় সূত্রে খবর, চিনার পার্কের ওই আবাসনের ৯০৩ নম্বর ফ্ল্যাটে ছিলেন কুন্তল ঘোষ। সেখানেই তাঁকে ২৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। তাঁর কাছ থেকে একাধিক নথির বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার সূত্র মারফত জানা যাচ্ছে। এতক্ষণ ধরে সেই সব নথিই খতিয়ে দেখেন আধিকারিকরা। এর আগে পরপর নিজাম প্যালেসে তলব করে পরপর তিন দফা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। অবশেষে মুখ খুললেন তৃণমূলের হুগলির যুব নেতা কুন্তল ঘোষ৷ টানা ২৪ ঘণ্টা তল্লাশি শেষে ইডির হাতে গ্রেফতারের পর পরিস্থিতির জন্য প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে দায়ী করেছেন কুন্তল৷ আদালতে নিয়ে যাওয়ার পথে কুন্তলের দাবি, ‘‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি৷ ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল তাপস মণ্ডল৷ সেটা দিইনি বলে আমাকে ফাঁসিয়ে দিল৷’’ উল্লেখ্য, হুগলির একটি কলেজের অন্যতম কর্ণধার, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলছিলেন তাপস মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও সেই কথা জানিয়েছিলেন তাপস। তারই জেরে ইডির নজরে আসে কুন্তল৷ দলের অন্দরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন কুন্তল৷ যদিও নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে দল সরাসরি যুক্ত কি না, এদিন সেই প্রশ্নের স্পষ্ট কোনও জবাব দেননি কুন্তল৷ শুধুমাত্র তাপস মণ্ডলের বিরুদ্ধে এনেছেন ষড়যন্ত্রের অভিযোগ৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News