Flash News
Monday, September 22, 2025

আদালতের কর্মী নিয়োগের পরীক্ষায় জালিয়াতি

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

আসানসোল জেলা আদালতে কর্মী নিয়োগের পরীক্ষায় জালিয়াতিতে সাহায্য করার অভিযোগে রাজ্য পুলিশের সিআইডি আসানসোল দক্ষিণ থানার দুটি মামলায় দুজনকে গ্রেফতার করলো। ধৃতদেরকে শুক্রবার আসানসোল জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তাদেরকে আনা হয়। 

ধৃত দুজনের মধ্যে একজন কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী। তার নাম সুজিত রায় ও অন্যজন পেশায় রেলকর্মী তার নাম শুভঙ্কর সমাজপতি। রাজ্য সিআইডির পক্ষ থেকে এদিন আরও জিজ্ঞাসাবাদ করা হয় ও ঐ চক্রের সাথে যুক্ত থাকা বাকিদের ধরা ও সংশ্লিষ্ট এলাকায় নিয়ে গিয়ে প্রমাণ সংগ্রহের কারণে ১৪ দিনের জেল হেফাজত চাওয়া হয় বলে সরকারি আইনজীবী মনোজ কুমার জানান। সেই আবেদনের নাকচ করে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কান্তি মন্ডল দুটি মামলায় দুজনকে ১২ দিনের সিআইডি হেফাজত দিয়েছেন বলে জানা গেছে।  

সূত্র থেকে আরও জানা গেছে যে, শুভঙ্কর সমাজপতি রেলের মালদা ডিভিশনের চতুর্থ শ্রেণীর কর্মী ও সুজিত রায় কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত রয়েছেন। তার মধ্যে প্রথম জনের বিরুদ্ধে মোবাইলে এসএমএস এর মাধ্যমে উত্তরপত্র পাঠানো ও দ্বিতীয় জনের বিরুদ্ধে মোবাইলে বিশেষ ডিভাইস ব্যবহার করে উত্তরপত্র দেওয়ার কথা অভিযোগে বলা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর ধৃত দুজনকে সিআইডি হেফাজত শেষে আবার এই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত আসানসোল জেলা আদালতের স্টাফ সিলেকশন অফ এক্সামিনেশন অফ পশ্চিম বর্ধমান ২০১৯ র মাধ্যমেই স্টেনো ও চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করার কথা ছিল। তার জন্য একটি পরীক্ষা হয়েছিল ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি। সেই পরীক্ষার সময় একটি প্রতারণা চক্র ভুয়ো সিমের মাধ্যমে তিন লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের উত্তরপত্র তাদের মোবাইলে মাধ্যমে বা বিশেষ ডিভাইস ব্যবহার করে পৌঁছে দেয় বলে দাবি করেন তারা। আবার অনেক পরীক্ষার্থীকে মোবাইল এসএমএস এর মাধ্যমে উত্তরপত্র পাঠানো হয় বলে জানা গেছে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি দুর্নীতি
Related News