শুরু হলো এসএসসির কাউন্সিলিং

banner

#Pravati Sangbad Digital Desk:

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকেই শুরু হয়েছে কাউন্সিলিং। সল্টলেক এসএসসির নতুন ভবনে এই কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত ১৬০০ পদ তৈরি হয়েছে। এখনো ১৪০০ অপেক্ষারত। কিন্তু সকল অপেক্ষারতই কাউন্সিলিং এর পর চাকরি পাবেন। এই নিয়োগ দুর্নীতি নিয়ে শত মারপ্যাচ থাকা সত্ত্বেও এত বড় পদক্ষেপ নিল এসএসসি, এই নিয়ে কোন সন্দেহ নেই। অনেক আগে থেকেই কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা পদে চাকরির জন্য শূন্য পদ তৈরি হয়েছিল। পুজোর আগেই বিজ্ঞাপন দিয়ে এই পথগুলিতে নিয়োগের কথা জানিয়ে ছিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি। যদিও অনেক আগে থেকেই শারিশিক্ষা এবং কর্মশিক্ষা পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশন এই কাউন্সিলিং এর মাধ্যমে তাদের নিয়োগের কথা জানিয়েছেন। কাউন্সিলিংয়ের পর প্রত্যেকেই চাকরি পাবেন এমনটাই এসএসসি সূত্রের খবর। এবং কাউন্সিলিংয়ের পর প্রত্যেক চাকরি প্রার্থীকেই স্কুল নির্বাচন করতে হতে পারে সেই দিনই। এবং শুধুমাত্র দার্জিলিং ছাড়া রাজ্যের অন্য সমস্ত জেলায় সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে নিয়োগের সুপারিশ পত্র পাবেন কাউন্সিলিং এ নির্বাচিত চাকরিপ্রার্থীরা।
   

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Related News