Flash News
Monday, September 22, 2025

কয়লা পাচার কাণ্ডে জেরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Degital Desk:

রাজ্যে গরু পাচার মামলার মাঝেই মাথা চারা দিল কয়লা পাচার কাণ্ড। এবার পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকে দিল্লির ইডি দফতরে দেখা গিয়েছে। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে গতকাল দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্য এবং মলয় পিট। ঠিক সেই সময়ই পাশের ঘরে  কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় শান্তনু সিংহ বিশ্বাসকে। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে শান্তনু সিংহ বিশ্বাস শাসক দল ঘনিষ্ঠ বলেই পরিচিত। সূত্রের খবর, একটা সময় কালীঘাট থানার ওসি পদে ছিলেন এই শান্তনু সিংহ বিশ্বাস, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদে রয়েছেন তিনি। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত লালা, বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্রকে জেরা করে উঠে আসে শান্তনু সিংহ বিশ্বাসের নাম। যদিও এর আগেও দু’বার তলব করা হয়েছিলো শান্তনু সিংহ বিশ্বাসকে, কিন্তু বারবারই ব্যক্তিগত কারণ দেখিয়ে তলব এড়িয়ে যান তিনি। তারপরে ইডি তরফ থেকে চিঠি দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। তারপরেই গত মঙ্গলবার শান্তনু সিংহ বিশ্বাস ফোন করে হাজিরা দেওয়ার কথা জানান ইডি-র তদন্তকারী আধিকারিকদের। অন্যদিকে গরু পাচার মামলায় মলয় পিটকে আপাতত আর হাজিরা দিতে হবে না বলেই জানা গিয়েছে সুত্র মারফৎ।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News