Flash News
Monday, September 22, 2025

গেমিং প্রতারণা মামলায় নয়া মোড়, উদ্ধার আরও ২০ কোটি টাকা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk::

গার্ডেনরিচ কাণ্ডে নয়া মোড়। গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গেমিং প্রতারণা মামলায় ধৃত আমির খানের কাছ থেকে উদ্ধার করলো আরও ২০ কোটি টাকা। উল্লেখ্য, অনলাইন গেমিং-এর ফাঁদে একের পর এক প্রতারণার করেছে আমির খানসহ বেশ কিছু জন। ইতিমধ্যেই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৫ই ফেব্রুয়ারি কলকাতার পার্ক ষ্ট্রীট থানায় একটি মামলা দায়ের হয় অনলাইন গেমিং প্রতারণার অভিযোগে। কিছু দিনের মধ্যেই কলকাতা পুলিশের বিশেষ দল গ্রেফতার করে তাদের। সেখান থেকেই উঠে আসে চক্রের মাথা আমির খানের নাম।

 প্রসঙ্গত, গত ১০ই সেপ্টেম্বর গার্ডেনরিচে আমিরের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কলকাতা পুলিশের যৌথ দল। বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১৭ কোটি টাকা। সেই সময় বাড়িতে ছিল না আমির খান। পরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করে আমিরকে। আমিরকে জেরা করে প্রায় ১৫০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, দেশের বাইরেও আমিরের আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। সেই সাথে ক্রিপ্টোটেও লেনদেন করতো আমির। সেই সমস্ত টাকা আসতো প্রতারণার মাধমে। শুধু তাই নয়,পুলিশ সূত্রে খবর, প্রায় ১০০ কোটি টাকার বিটকয়েন কিনেছিল আমির প্রতারণার টাকা কাজে লাগিয়ে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News