#Pravati Sangbad Digital Desk :
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারনের ওপর দেশের শীর্ষ আদালত স্থগিতাদেশ দিয়েছে গত মঙ্গলবার। আগের রায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পক্ষে গেলেও আজ ইডি গ্রেফতারি মামলায় রায় গেল মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। প্রঙ্গত সম্প্রতি আর্থিক তছরুপের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য, তবে সিবিআই-র হস্তক্ষেপের বিরুদ্ধে আগেই শীর্ষ আদালতে মামলা করেছিলেন মানিক। সিবিআই-র হাত থেকে বাঁচার জন্য রক্ষা কবচ দিলেও এদিন ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে রক্ষা কবচ দিল না আদালত।
উল্লেখ্য, আগেই হয়েছিল মামলা কিন্তু রায় দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। অবশেষে হল রায় দান। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়নি মানিক ভট্টাচার্যকে। তাঁর নামে আর্থিক তছরুপের মামলা রয়েছে। ইডি-র গ্রেফতারিতে কোনরকম ভুল নেই”। এর আগে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই সময় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মানিক ভট্টাচার্য। আদালত সিবিআই-র হাত থেকে বাঁচার জন্য রক্ষা কবচ দিয়েছিল মানিক ভট্টাচার্যকে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পরে আর্থিক তছরুপের অভিযোগে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফবনামা জমা দিয়েছে ইডি। তাতে বলা হয়েছে, শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তাঁদের সাথে দুর্নীতির যোগ রয়েছে মানিক ভট্টাচার্যের, সেই দাবিও করেছে ইডি।
#Source: online/Digital/Social Media News # Representative Image