Flash News
Monday, September 22, 2025

"কতই রঙ্গ দেখি দুনিয়ায়", ঘুষ নিয়ে চিকিৎসকের জেল

banner

journalist Name : Sumu Sarkar

#Pravati Sangbad Digital Desk:

 "কতই রঙ্গ দেখি দুনিয়ায়" ঠিক যেমন হীরক রাজার দেশে মন্ত্রীদের মন রাখতে হিরক রাজা হিরে ঘুষ দিয়ে নিজের কাজ আদায় করে নিত ঠিক তেমনি একটা ঘটনা আসানসোল-এ। জুনিয়ার ইঞ্জিনিয়ারকে মেডিক্যাল বিশ্রামের জন্য শংসাপত্র লিখে দিতে ৫০০ টাকা দাবি করেছিলেন এক চিকিৎসক। ২০০৬ সালের সেই ঘটনায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় দ্বারস্থ হয়েছিলেন সেই ইঞ্জিনিয়ার। টানা ১৬ বছর ধরে আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে চলে সেই মামলা। ২০০৬ সালে আদ্রা ডিভিশনের তদানীন্তন জুনিয়র ইঞ্জিনিয়ার পবন কুমার সিবিআই-এর  এন্টি করাপশন ব্রাঞ্চে এক অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, তিনি মেডিকেল বিশ্রামের শংসাপত্রের জন্য আবেদন করলে ৫০০ টাকা ঘুষ চেয়েছিলেন তদনীন্তন ডিভিশনাল মেডিকেল অফিসার সঞ্জয় আরিয়া। অভিযোগ পেয়ে ওই চিকিৎসকে ধরতে ছক কষে সিবিআই। ৫০০ টাকার যে নোটটি পবন ওই মেডিকেল অফিসারকে দিয়েছিল সেটিতে বিশেষ রাসায়নিক লাগানো ছিল। এরপর ৫০০ টাকাটা নিয়ে পবনের শংসাপত্র তিনি যখন লিখছিলেন তখন সেখানে হানা দেয় সিবিআই আধিকারিকরা। ৫০০ টাকার নোটে লাগানো রাসায়নিকের ছাপ দেখা যায় চিকিৎসকের আঙুলে। ২০০৭ সালে এই মামলায় চার্জশিট জমা দেয় সিবিআই। এরপর সোমবার সিবিআই আদালতে বিচারক রাজেশ চক্রবর্তী অভিযুক্তকে তিন বছরের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা দেয়ার সাজা ঘোষণা করেন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News