Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা ইডির

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গতকাল মহাসমারোহে পালিত হয়েছে তৃণমূলের শহীদ দিবস। তবে শহীদ দিবসের রেস কাটতে না কাটতেই রাজ্য রাজনীতির আকাশে ইডির হানা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে সকাল হতেই হাজির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ব্রাঞ্চ, সাথে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। প্রসঙ্গত, এর আগেই এসএসসি মামলাই তলব করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন তিনি, কিন্তু তার পরেও আচমকাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ছাড়াও হাজির ছিল কোলকাতা পুলিশের বাহিনী, সেই সাথে ব্যারিকেড করা হয় বাড়ির চারিদিক। ইডি সূত্রে খবর, রাজ্যের মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালাবে তারা। সেই তালিকাই রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামও। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ একাধিক এসএসসি অ্যাডভাইজারি কমিটির সদস্যদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় বরাবরই সরকারের বিপক্ষে গিয়েছে কলকাতা হাইকোর্টের রায়। বাতিল হয়েছে প্যানেলও, কিন্তু তাতেও নজরে আসছে একাধিক কেলঙ্কারির ছবি। মামলাকারীদের মধ্যে অনেকেই অভিযোগ করেছিলেন, প্যানেলে নাম অনেক পেছনে থাকার পরেও চাকরিতে যোগ দিয়েছেন অনেকে। সেই সাথে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দেওয়ার। কোলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করাও হয়েছে অঙ্কিতা অধিকারীকে। শিক্ষক নিয়োগের উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন, সূত্রের খবর একে একে সকলকে জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News