ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট: দ্বিতীয় দিন

banner

#Prabhati Sangbad Digital desk:

গতকাল কানপুর টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৮৪ ওভারে ২৫৮ রান ৪ উইকেটের বিনিময়ে। তরুণ শ্রেয়াসের স্কোর ছিল ১৩৬ বলে ৭৫ রান আর জাদেজা ছিলেন ১০০ বলে ৫০ রানে। আলোর সমস্যার কারণে আম্পেয়াররা ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন প্রথম দিন, আজ শুক্রবার সেই সিরিজের দ্বিতীয় দিন। গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাঠে নেমে পরেছেন। প্রথম দিনের উইকেট টেকার টিম সাউদি ম্যাচের মাঝখানে মাঠ ছাড়লেও আজ আবার মাঠে নামতে দেখা যায়। প্রথম ওভারে জাদেজার ব্যাটে রান আসেনি, কিন্তু পরের ওভারে অর্থাৎ ৮৬ তম ওভারে বোলিং করতে আসেন জেমিসন, তাঁকে জোড়া বাউন্ডারি মারেন শ্রেয়াস আইয়ার। ৮৬ ওভারের শেষে ভারতের খাতাই ২৬৬ রান ৪ উইকেটের বিনিময়ে।


৮৬ ওভার ৬ বলে জাদেজাকে ক্রিজ ছাড়তে বাধ্য করলেন টিম সাউদি, জাদেজার স্কোর হয়েছিল ১১২ বলে ৫০ রান, হাফ সেঞ্চুরি করেই ফিরে যেতে হয় জাদেজাকে। ভারতের স্কোর তখন ২৬৬/৫। ৮৭ ওভার, মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা। টেস্ট অভিষেকের দিনেই জীবনের প্রথম টেস্ট শতরান করলেন শ্রেয়াস আইয়ার, ১৫৭ বলে ১২ টি চার ২ টি ছয় মেরে সেঞ্চুরি করলেন শ্রেয়াস আইয়ার। ৯২ ওভারে ভারতের রান ২৮৮, ৫ উইকেট বিসর্জন দিয়ে।


প্রথম ইনিংসের শেষে ফের সাউদির বলে আউট ভারতের আরও এক ব্যাটসম্যান বাংলার ঋদ্ধিমান সাহা। ক্রিজে নামলেন রবিচন্দ্রন অশ্বিন।  নতুন শ্রেয়াস তখনও ১০৪ এ ব্যাট করছে। ৯৫ ওভারে ভারতের স্কোর তিন শতক পার করে ৩০১। শ্রেয়াস ১০৪ ও অশ্বিন ১৩ রান। ঠিক এরপরেই ভারতীয় দোল বড় ধাক্কা খায়, ৯৬ ওভার ১ বলে টিম সাউদি বিদায় জানালেন আইয়ার। শ্রেয়াসের স্কোর হয়েছিল ১৭১ বলে ১০৫ রান, ৯৭ ওভারে ভারতের স্কোর দাড়াই ৩১০ এ ৭ উইকেট হারিয়ে। ক্রিজে  টিকে আছেন অশ্বিন ২০ রানে, মাঠে নামলেন অক্ষর প্যাটেল।


৯৮ ওভারের শেষ বলে আউট অক্ষর প্যাটেল, ৯ বলে ৩ রান করে প্যাভলিয়ন ফিরে জান তিনি। ভারতীয় ড্রেসিং রুমে তখন টিম সাউদিকে নিয়ে রীতিমত সোরগোল পরে গেছে, ইনিংসে ৫ উইকেট ভাবা যায় ! মাঠে নামলেন উমেশ যাদব। ভারতের স্কোর দাড়াই ৩১৩। ১০০ ওভার পূর্ণ হল ভারতের স্কোর ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান, রবিচন্দ্রন অশ্বিন ২১ রানে ব্যাট করছেন তখনও খাতা খোলেনি উমেশ যাদব। দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি, ১০৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৯ রান ভারতের খাতাই। অশ্বিন ৫৪ বলে ৩৮ রান নট-আউট, যাদব ২৮ বলে খাতা খুলে ৪ রানে নট-আউট।


লাঞ্চ বিরতি শেষে প্রথম ওভারেই কিউয়িদের হাতে অশ্বিনের উইকেট, মাঠে নামলেন ভারতের শেষ ব্যাটসম্যান ইশান্ত শর্মা। ভারতের স্কোর ৩৩৯ ৯ উইকেটের বদলে। প্রথম ইনিংস শেষে ১১১ ওভার ১ বলে ০ রানে এলবিডব্লিউ ইশাত্ন শর্মা। ভারতের রান পৌঁছায় ৩৪৫, উমেশ যাদব নট-আউট।


এবার কিউয়িদের পালা, নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামলেন টম লাথাম ও উইল ইয়ং। বল হাতে মাঠে নামতে দেখা যায় অভিজ্ঞ বলার ইশান্ত শর্মাকে। প্রথম ওভারে নো বলের জন্য ১ রান জোটে নিউজিল্যান্ডের কপালে। ১০  ওভারের শেষে টম লাথাম ৩৩ বলে ৫ রান এবং উইল ইয়ং ২৮ বলে ৮ রান, নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ১৮/০। ২১ ওভারে ৫০ এর গণ্ডি পার করল নিউজিল্যান্ড, ২১ ওভারের শেষে স্কোর দাড়াই ৫৫/০। দ্বিতীয় দিন ভারতের বিরুদ্ধে মাঠে নেমে নিউজিল্যান্ড নিজের ভিত শক্ত করে ফেলেছে ইতিমধ্যেই। ২৬ ওভারে চায়ের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ৭২। উইল ইয়ং ৮৬ বলে ৪৬ রান এবং সঙ্গী লাথাম ৭২ বলে  ২৩ রান। ২৭ ওভার ২ বলে উমেশ যাদবের বিরুদ্ধে বাউন্ডারি মেরে ৫০ এর গণ্ডি পার করল উইল ইয়ং। ২৮ ওভারে নিউজিল্যান্ডরে স্কোর ৭৬/০। ৩৯ তম ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১০০ পেরিয়েছে, লাথামের স্কোর ২৪ রান ১১১ বল খেলে, ওপর একজন খেলোয়াড় ইয়ং এর স্কোর তখন ৬৩। এখনও পর্যন্ত ভারত আক্তাও কিউয়ি বধ করতে পারেনি। দ্বিতীয় দিনে ৫০ ওভারের খেলা অতিক্রান্ত, কানপুর টেস্টের দ্বিতীয় দিনে কোন উইকেট না হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ১২২। কানপুরের মাঠে ভারতের ৩৪৫ এর জবাবে ৫৭ ওভার ব্যাট করে দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ১২৯ রানের ঝর তুলেছে নিউজিল্যান্ডের দুই ওপেনিং জুটি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News