Flash news
  1. দামোদর নদের চর থেকে উদ্ধার হল প্রাচীন সূর্য মূর্তি
  2. ভারতীয় সেনা দিবস: বীর সৈনিকদের শ্রদ্ধা এবং ৭৭তম বর্ষপূর্তির গুরুত্বপূর্ণ অনুষ্ঠান
  3. আরএল স্যালাইন সহ ওই সংস্থার ১৪টি ওসুধ নিষিদ্ধ করল স্বাস্থ্য দফতর
  4. গুগল ম্যাপস: আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ
  5. স্টিভ জোব্‌‌সের স্ত্রী কুম্ভমেলায় এসে অসুস্থ হয়ে পড়েছেন
  6. পারফরম্যান্স ভিত্তিক বেতন ব্যবস্থার পথে বিসিসিআই, ক্রিকেটারদের জন্য আসছে কড়া নিয়ম
  7. প্যারিস অলিম্পিক ২০২৪: ত্রুটিপূর্ণ পদক বদলানো হবে, আইওসির বড় ঘোষণা
  8. বিবেকানন্দ সেতু সংস্কার কাজের জন্য বাতিল বেশ কয়েকটি ট্রেন
  9. মহাকুম্ভ মেলা ২০২৫: ১৪৪ বছর পর ঐতিহাসিক আয়োজনে প্রস্তুত প্রয়াগরাজ, যাবেন কিভাবে? থাকবেন কোথায়?
  10. ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: টিকিট বিক্রি ও সরাসরি সম্প্রচারের বিস্তারিত জেনে আসি
  11. প্রবল তুষারপাতেও সোনমার্গ-লাদাখ সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন Z Morh টানেল
  12. মকর সংক্রান্তি ভারতের বৈচিত্রের মধ্যে এক পার্বণ
Thursday, January 16, 2025

রবিবারই যোগ দিচ্ছেন দলে! লিটনকে নিয়ে ধোঁয়াশা কাটাল দল

banner

#Pravati Sangbad Digital Desk:

দলের সঙ্গে রবিবার যোগ দেবেন লিটন দাস। জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আমদাবাদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তিনি কলকাতায় থাকবেন। দল এসে তাঁর সঙ্গে যোগ দেবেন। নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে যে, ঢাকা থেকে সোজা কলকাতায় আসবেন লিটন।

     দল এই মুহূর্তে আমদাবাদে রয়েছে। সেখানে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচ খেলে কলকাতায় ফিরবে কেকেআর। তখন দলের সঙ্গে যোগ দেবেন লিটন। কলকাতার তরফে জানানো হয়েছে যে, তাদের পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতেও পারবে। রবিবারের পর কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল। হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতাতেই হবে সেই ম্যাচ।


৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছিল বাংলাদেশ। ৭ এপ্রিল শেষ হয় সেই ম্যাচ। এর পরেই বাংলাদেশের উইকেটরক্ষক কলকাতায় আসবেন বলে জানা গিয়েছিল। যদিও বাংলাদেশের একটি ক্রিকেট ওয়েবসাইট দাবি করে যে, ১০ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে খেলে আইপিএল খেলতে আসবেন লিটন। কেকেআর জানিয়ে দেয় যে তার আগেই কলকাতা আসবেন তিনি।


শাকিব আল হাসান এবং লিটনকে নিলামে কিনতে ২ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। শাকিব যদিও আইপিএলে আসতে পারেননি। তাঁর বদলে জেসন রয়কে দলে নেয় কলকাতা। লিটন আসবেন। যদিও মে মাসে আয়ারল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে চলে যাবেন লিটনও। শাকিব এবং লিটনকে আইপিএলের শুরু থেকে কলকাতা না পেলেও দিল্লি ক্যাপিটালসে শুরু থেকেই রয়েছেন মুস্তাফিজুর রহমান। যদিও তাঁকে এখনও কোনও ম্যাচে খেলানো হয়নি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Related News