পায়ের পাতা ফুলছে !! ডায়াবেটিসের পরিণতি নয় তো?

banner

#Pravati Sangbad Digital Desk:

হঠাৎ পা ফুলে গেলে উদ্বিগ্ন হন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না।পা জ্বালাপোড়া করা কোনো রোগ নয়, বরং অনেক রোগের লক্ষণ। সাধারণত প্রান্তীয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে অনুভূতির সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস সহ অনেক রোগের পরিণতি এটি হতে পারে। রক্তে উচ্চমাত্রার শর্করা থাকার কারণে এই জটিলতায় আক্রান্ত হতে পারেন শতকরা ৬০-৭০ ভাগ ডায়াবেটিস রোগী। একে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি।

শুরুতে পা ঝিনঝিন করে, অনুভূতি শক্তি কমে যায়। কেউ কেউ বলে থাকেন পায়ের তলা বা পাতা মরিচের মতো জ্বলে। অনেক সময় সামান্য স্পর্শেই ভিন্ন ধরনের অনুভূতি হয়। প্রান্তীয় স্নায়ু যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন এরা মস্তিষ্কে বারবার ব্যথার অনুভূতি পাঠাতে থাকে। ফলে কোনো ক্ষত না থাকলেও অনুভূত হতে থাকে জ্বালা বা ব্যথার। পায়ের ওপর কেউ কেউ কাঁথা-কাপড় পর্যন্ত রাখতে পারেন না। ডায়াবিটিসের লক্ষণ এক নয়, একাধিক। বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে ডায়াবিটিসের লক্ষণগুলি পায়ের পাতায় ফুটে ওঠে। কী কী দেখে সতর্ক হবেন- 
১। পায়ের পাতা বিনা কারণে মসৃণ ও চকচকে হয়ে যাওয়া
২। পা ও পায়ের পাতার লোম উঠে যাওয়া
৩। পা ফোলা
৪। পায়ের ঘা ও ক্ষত না শুকানো
৫। পা অসাড় হয়ে আসা
৬। হাঁটা চলা করা কিংবা বসে থাকাকালীন পায়ের পেশিতে টান লাগা
৭। পায়ে ঘাম না হওয়া

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News