রাজ্যসভা নির্বাচনে বিজেপি ঘোড়া কেনাবেচা করার আশঙ্কায় কংগ্রেস বিধায়করা উদয়পুরের রিসোর্টে

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামী ১০ই জুন রাজস্থানে চার আসনে রাজ্যসভা নির্বাচন, চলছে জোর প্রস্তুতি, একটুও ঢিলেমি দিতে নারাজ কংগ্রেস। কিন্তু অন্যদিকে ৪টি আসনের মধ্যে একটি আসন নিয়ে টানাপড়েন চলছে কংগ্রসের অন্দরে। জানা গিয়েছে রাজস্থানে রাজ্যসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পর্যাপ্ত প্রার্থী নেয়, সেই কারণে মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রকে নির্দল প্রার্থী হিসাবে রাজ্যসভা নির্বাচনে দাড় করিয়েছে গেরুয়া শিবির, এর আগেও সুভাষ চন্দ্র বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, জিতেছিলেন রাজ্যসভাতেও ঠিক সেই কারণে কংগ্রেস তার সমস্ত বিধায়কদের উদয়পুরে সপ্তাহ শেষে উপস্থিত থাকতে বলেছে।
জানা গিয়েছে উদয়পুরের এক রিসোর্টে কংগ্রেসের সকল বিধায়কদের এই সপ্তাহের মধ্যে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যেই অনেকেই সেখানে পৌঁছেও গিয়েছে বলে জানা গিয়েছে সূত্রের তরফে। আরও জানা গিয়েছে রাজস্থানের বর্তমান সরকারকে যেই সমস্ত রাজনৈতিক দল সমর্থন করে, তার মধ্যে রয়েছে নির্দল প্রার্থীরাও সকলকে, উদয়পুরের ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্থান বিধানসভার মধ্যে নির্দল প্রার্থীর সংখ্যা ১৩, জানা গিয়েছে তারা সকলেই কংগ্রেসকে সমর্থন করে, অন্যদিকে বাকি প্রার্থীদের মধ্যে ২ জন প্রার্থী সিপিএম এর, তারাও কংগ্রেসকে সমর্থন জানিয়েছে, অন্যদিকে বিটিপি এবং আরএলডির মিলিয়ে মোট তিন জন বিধায়ক রয়েছেন, তারাও কংগ্রেসকে সমর্থন করেন। ৪টি রাজ্যসভা আসনের মধ্যে কংগ্রেসের পক্ষে ইতিমধ্যেই দুটি আসন রয়েছে, এখন জেতার জন্য দরকার শুধু একটি আসন। অন্যদিকে তৃতীয় আসনে জয়ের জন্য কংগ্রেসের পক্ষে দরকার ৪১টি ভোট, কিন্তু তার পরিবর্তে রয়েছে ২৬টি। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News