এবার ভোটে ‘দিদি নম্বর ওয়ান’ এর রচনা বন্দ্যোপাধ্যায় লড়বেন লকেটের বিরুদ্ধে

banner

#Pravati Sangbad Digital Desk:

ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়কেও এবারের লোকসভা ভোটে প্রার্থী করেছেন মমতা।

বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও একসময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। বহু ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেই শতাব্দীকে ইতিমধ্যেই বহুবার ফোন করেছেন রচনা। শতাব্দীর সঙ্গে নিজেকে তুলনা করতে রাজি নন রচনা। তিনি বলেন, “উনি দারুণ একজন কর্মঠ মানুষ। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আছেন। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। সম্মানীয় একজন রাজনীতিক। ওঁর থেকে অনেক কিছু জানব, শিখব। এরমধ্যেই ২৫ বার ফোন করা হয়ে গিয়েছে। আবার করব। পাগল করে দেব ওঁকে।”


রুপোলি পর্দার মতো ভোট ময়দানেও ১০০ শতাংশ দিয়ে কাজ করতে চান রচনা। তবে অভিনয় বা শো-এর থেকে রাজনীতির ময়দান অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। রচনা বলেন, “দিদি নম্বর ওয়ানের মতোই এখানেও মানুষের মন জয় করতে পারব বলে আশা করি।”

এবারের তালিকায় যেমন প্রথম বারের মতো যুক্ত হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের মতো নতুন নাম যুক্ত হয়েছে, তেমনই বাদ গিয়েছে বহু পরিচিত পুরনো নামও৷

সাম্প্রতিক অতীতে যখন তৃণমূলের অন্দরের নবীন-প্রবীণ দ্বন্দ্ব তখন এই প্রার্থীতালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 


এবার বাংলার শাসকদলের তুরুপের তাস তরতাজা প্রায় ১০ প্রার্থী। এঁরা সকলেই ভোট ময়দানে প্রথমবার লড়ছেন। কেউ আবার দিল্লির লড়াইয়ে নবাগত। আর এঁদের উপরই দিল্লি জয়ের ভার দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে এই তালিকায় চমক রয়েছে যথেষ্টই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠন তৈরিতে যাঁরা দক্ষতা দেখিয়েছেন, লোকসভায় তাঁদের প্রার্থী করে ‘পুরস্কার’ও দিয়েছেন নেত্রী। তালিকায় যেমন সমাজের বিশিষ্ট মানুষজন রয়েছেন, তেমনই রয়েছেন দলের একনিষ্ঠ কর্মীরা।

রবিবারের ব্রিগেড (Brigade) সমাবেশে অধিকাংশটাই ছিল চমকে ভরা। যেমন মঞ্চের সঙ্গে র‌্যাম্প, সেই র‌্যাম্পে হাঁটতে হাঁটতে অভিষেকের বক্তব্য রাখা, প্রার্থী ঘোষণা, তাঁদের র‌্যাম্পে এনে এলইডি স্ক্রিনে পরিচয় করানো – সবেতেই অভিনবত্ব। বিশেষভাবে নজরকাড়া এবার প্রার্থী তালিকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, ঘোষণা করলেন দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪২ আসনেই একাধিক নতুন নাম শোনা গেল তাঁর মুখে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News