নার্স নিয়োগের বেনিয়ম, টানা 10 ঘন্টা বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

banner

#Pravati Sangbad Digital Desk:

এসএসসির পর এবার নার্স নিয়োগ নিয়ে শুরু হলো অসন্তোষ। রীতিমতো উত্তাল স্বাস্থ্য ভবনের ছবি। সরকারি হাসপাতালে নার্স নিয়োগের এলো সামনে। ঘটনাস্থলে যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্সের পুলিশ বাহিনী তাদের সাথে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। সোমবার সকাল থেকেই নার্সিং স্টাফেদের বিক্ষোভ শুরু হয় হাসপাতালের সামনে এরপরে পরিস্থিতির আরো চরম পর্যায়ে যায় এবং এরই মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে। আন্দোলন চলাকালীন হাসপাতালে ভেতর থেকে হঠাৎই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর একটি গাড়ি বেরিয়ে আসে দেখে চাকরিপ্রার্থীরা আরো বেশি করে বিক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই তারা ওই গাড়ির সামনে বসে পরে প্রতিবাদের জন্য। তারপর তাদের সরাতে পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনকারীদের দাবি অনুযায়ী 2021 সালে পাশ করা নার্সিং ছাত্র-ছাত্রীদের চাকরি হয়ে গেলেও 2018, 2019 এবং 2020 সালে পাস করা যোগ্য প্রার্থীদের এখনো পর্যন্ত কোন চাকরি হয়নি। আন্দোলনকারীরা জানায় তারা সবাই চাকরি করার জন্য যথেষ্ট যোগ্য। তারা জানায় এর আগে মোট 5000 টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া হয় এবং ওই সংখ্যক পদের জন্য ইন্টারভিউ হয়েছিল তারা সকলেই ওই ইন্টারভিউ তে অংশগ্রহণ করেছিল কিন্তু নেয়া হয়েছিল তার মধ্যে থেকে মোট দুই হাজার জনকে। তারপর থেকেই আগের সালগুলির ছাত্র-ছাত্রীদের চাকরি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News