“তৃণমূল দলের সকল পদ আপাতত অবলুপ্ত করা হলো”- ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

banner

#Pravati Sangbad Digital Desk:

মাননীয়া মুখ্যমন্ত্রী ছাড়া আপাতত তৃণমূলের সমস্ত শীর্ষপদের অবলুপ্তি ঘটানো হল, এরকমই ঘোষণা করেন শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির ২০জন সদস্যের নামের তালিকা প্রকাশ করা হলো। এক ব্যক্তি এক পদ নিয়ে অশান্তির মধ্যেই জরুরি বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা থেকে এই বৈঠক শুরু হয়। একেবারে বৈঠকের শুরুতেই কালীঘাটে পৌঁছে যান অভিষেক। এরপর ধীরে ধীরে দলের অন্যান্য নেতারা আসেন।  সুদীপ বন্দ্যোপাধ্যায়  জানান, "আমরা দলের ভালো চাই। আর সেই কারণেই এই বৈঠক।"  অন্যদিকে এদিন প্রায় কালীঘাটে ঘন্টাখানেক বৈঠক হয়। মমতা-অভিষেক ছাড়াও ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, "খুব শীঘ্রই চেয়ারপার্সন পদাধিকারীদের নামের তালিকা চূড়ান্ত করবেন এবং তা সর্বভারতীয় নির্বাচন কমিশনে জানিয়ে দেওয়া হবে।" 
এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে তীব্র ভাষায় কটাক্ষ করল বিজেপি। একযোগে রাজ্য ও কেন্দ্রের নেতাদের কাছ থেকে ভেসে এসেছে সমালোচনা। বিজেপির দাবি, বিদ্রোহের মুখে দাঁড়িয়ে তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলে একটাই পদ, বাকি সব আপদ। এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন। তৃণমূল তৃণমূলেই আছে। এটা কোনও পার্টি নয়, এটা একটা প্রপার্টি। যারা ওখানে কাজ করছেন তারা চাকরি করছেন ওখানে। তাদের কোনও অধিকার নেই, কোনও বলার ক্ষমতাও নেই।"

একই সুরে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি লিখেছেন, "এক ব্যক্তি এক পদের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগের সম্ভাবনা দেখা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত পদের অবলুপ্তি ঘটালেন। এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একাই এই সরকার চালাতে চাইছেন?
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, "তৃণমূলের একটাই  পদ মানে মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন অনেকেই এটা প্রচার করছেন যে আইপ্যাকের জন্য তৃণমূল ভোটে জিতেছে, ভাইপোর জন্য তৃণমূল দল জিতেছে, এই সব কথা দলনেত্রীর ভালো লাগে নি, তাই তিনি দলের সবকটি পদ তুলে দিয়েছেন।" এরই পাল্টা উত্তর দাগালেন তৃণমুল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বললেন, "অধীরবাবু তো সিপিএমের সাথে জোট করে কংগ্রেস দলকে শূন্যে পরিণত করেছেন। উনি আগেই কংগ্রেসকে নিয়ে ভাবুক, তৃণমূলকে নিয়ে এতো ভেবে বেকার নিজের মাথায় চাপ নিচ্ছেন।"

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News