প্রাক্তন এটিকে মোহনবাগান খেলোয়াড়ের গোলে আবারও আক্রান্ত ইস্টবেঙ্গল

banner

#Pravati Sangbad Digital Desk:

এসএসসি ইস্টবেঙ্গলের শেষ মুহূর্তে এসে গোল হজম করার রোগটি কিছুতেই কমছে না, প্রথমত তাদের ডিফেন্সের ভুল এবং তাদের কনফিডেন্সের অভাব তাদের দলকে বারংবার জয় থেকে বিরত রাখছে। গতকাল গোয়ার তিলক ময়দানে অনুষ্ঠিত হলো ইস্টবেঙ্গল বনাম উড়িষ্যা এফসি ম্যাচ, যেখানে ইস্টবেঙ্গল শুরু থেকে ভালো খেললেও প্রথমার্ধে গোল হজম করে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে দেওয়ার পরেও শেষ মুহূর্তে ডিফেন্সের অবনতির কারণে প্রাক্তন এটিকে মোহনবাগান খেলোয়াড়ের গোলে তাদের হার স্বীকার করতে হলো। 
ইস্টবেঙ্গল শেষবার জিতেছিল গোয়ার সাথে, কিন্তু তারপর থেকে পরপর চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হার এবং একটিতে ড্র স্বীকার করতে হয়েছে ও অপরদিকে উড়িষ্যা এফসি গত পাঁচটি ম্যাচে দুটিতে ড্র এবং দুটিতে জয় ও একটিতে হার স্বীকার করেছে। আইএসএল এর লিগ টেবিল দেখলে দেখা যাবে ওড়িশা প্লে-অফ খেলার দৌড়ে থাকলেও ইস্টবেঙ্গল একেবারে পিছিয়ে পড়েছে তারা আছে লিগ টেবিলের ১০ নম্বর স্থানে। আজকের ম্যাচে ওড়িশা এফসির কোচ রামিরেস তার দল টিকে সাজিয়েছিলেন ৪-২-৩-১ ছকে, আক্রমণে ছিলেন জোনাথাস। মিডফিল্ডে ছিলেন আড়িদায়, এটিকের প্রাক্তন খেলোয়াড় জাভি, ইসাক, জেরি, ডিফেন্সে ছিলেন ভিক্টর মঙ্গিল, গৌরব বোরা, পন্বর ইত্যাদিরা।
ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা তাদের দলকে তার পুরনো ছকে ৫-৪-১ এ সাজিয়েছিলেন। তাদের আক্রমণে ছিলেন মার্সেলো রিবেরো, তাদের মিডফিল্ডার ছিলেন পেরোসেভিচ, সৌরভ দাস, তাদের ডিফেন্সের ছিলেন  দারেন সীদোয়েল, আদিল খান, প্রেস, হীরা মণ্ডল ইত্যাদিরা, এবং গোলরক্ষক হিসেবে ছিলেন শংকর রয়।

 প্রথমার্ধে খেলার শুরু থেকে ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসি দুই দলই যথেষ্ট ছন্দে ছিল, দুই দলই প্রত্যেক মিনিটে আক্রমণ এবং প্রতিআক্রমণ তাদের খেলাটিকে জমজমাট করে তুলেছিল, কিন্তু ২০ মিনিট পরেই ওড়িশার জাভি হার্নান্দেজ তার দুরন্ত গতিতে ইস্টবেঙ্গলের ডিফেন্স ভেঙে অত্যন্ত সুন্দর একটি মাইনাস পাস দেন তার সতীর্থ জোনাথাসকে, সেখান থেকে অসাধারন একটি ট্যাপ ইন এর মাধ্যমে প্রথম গোল টি করেন। ওড়িশা এফসি এক গোলে এগিয়ে যায়। ও প্রথমার্ধের খেলা সেখানেই শেষ হয়। 
 দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই এসসি ইস্টবেঙ্গল খেলায় ফেরার চেষ্টা করছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে কোনো ভাবেই গোল এর সুযোগ পাচ্ছিলোনা তারা, কিন্তু ৬৪ মিনিটে এসে তারা একটি গোল শোধ করে, এবং গোলদাতা হলেন পেরোসেভিচ, খেলার স্কোর হয় ১-১ ও সমতায় ফেরে এসসি ইস্টবেঙ্গল। সমতায় ফেরার পর ইস্টবেঙ্গল হঠাৎই অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে যায়, যার কারণে ওড়িশার সুবিধা হয় তাদের জয় সূচক গোল টি করার জন্য। এটিকে মোহনবাগান এর প্রাক্তন জাভি ৭৫ মিনিটে গোল দিয়ে নিজেদের জন্য ৩ পয়েন্ট নিজেদের ঝোলায় নিয়ে নেন ও ওড়িশা এফসি জয় লাভ করে ২-১ গোলে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News