আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ থেকে শুরু ভারত-নিউজিল‍্যান্ড তিন ম‍্যাচের টি-২০ সিরিজ। আজ রাঁচিতে প্রথম টি-২০ ম‍্যাচ। শেষবার রাঁচিতে টি-২০ ম্যাচ হয়েছে ২০২১-এর নভেম্বরে। নিউজিল্যান্ডের সঙ্গেই। ভারত সেবার ৭ উইকেটে জিতেছিল। ঈশান কিষান ৯৩ ও শ্রেয়স আইয়ার ১১৩ রান করেছিলেন। শুক্রবার রাঁচিতে সেই নিউজিল্যান্ডের সঙ্গে টি-২০ ম্যাচ। হার্দিক পান্ডিয়ার হাতে এমন এক তরুণ দল, যেখানে রোহিত, বিরাট, শামির মতো সিনিয়র ক্রিকেটাররা নেই। ভারতীয় দলের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গ্রুপ এখন কে ক'টা ম্যাচ খেলছ, সেই হিসাব রাখছে। তাতে এই সিরিজে সিনিয়ররা বিশ্রাম পেয়েছেন। তাঁদের অস্ট্রেলিয়া সিরিজের জন্য রেখে দেওয়া হয়েছে। এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করবেন দুর্দান্ত ফর্মে থাকা শুভমন গিল (Subhman Gill)। একদিনের সিরিজে দারুণ ছন্দে ছিলেন ভারতের ওপেনার। তাঁর সঙ্গে ওপেন করতে নামবেন পৃথ্বী শ (Prithvi Shaw)। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
একদিনের সিরিজে গিলের সঙ্গে রোহিত শর্মা ওপেন করতে নামলেও, টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। তাঁর জায়গায় ওপেন করবেন ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা পৃথ্বী। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন হার্দিক। গত চার ইনিংসে তিনটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করা গিল দারুণ ছন্দে। তাই তাঁকে দিয়েই ওপেন করাবে ভারত। হার্দিক বলেন, 'গিল দারুণ ছন্দে রয়েছে। ওই ওপেন করবে।' নতুন বলে বল করতে দেখা যেতে পারে হার্দিককে। তৃতীয় একদিনের ম্যাচে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি দলে ছিলেন না। সেই সময় নতুন বলে বল করতে দেখা গিয়েছিল তারকা অলরাউন্ডারকে। শুরুর দিকে নতুন বলে বল করা উপভোগ করেন হার্দিক। তিনি বলেন, 'নতুন বলে বোলিং উপভোগ করি। অনেক বছর ধরে নেটে নতুন বলে বোলিং করছি। পুরনো বলে বোলিং করার অভ্যাস থাকলে এত অনুশীলন করতে হয় না।' ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহরেই প্রথম টি২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। ধোনির সঙ্গে সময় কাটাতেও দেখা যেতে পারে ভারতীয় দলকে। ধোনির সঙ্গে দেখা করার কোথাও জানিয়েছেন হার্দিক। তিনি বলেন, 'ম্যাচ খেলার জন্য আমরা হোটেলেই থাকি। এক হোটেল থেকে অন্য হোটেলে যাই। তবে আমরা ধোনি ভাইয়ের সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে থাকলে খেলাধুলো নিয়ে কথা বলি না। আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।'     
রাঁচি শহর থেকে প্রায় ১৩-১৪ কিলোমিটার দূরে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। জায়গাটার নাম ধোরুয়া। এখানে লাল মাটির উইকেট। স্পিনাররা বরাবর সুবিধা পেয়ে এসেছে। পেসারদের জন্য এখানে বিশেষ কিছু নেই। তবে এখানে হাই স্কোরিং ম্যাচ হতে পারে। আবার রাতের দিকে শিশিরও সমস্যায় ফেলতে পরে। ফলে টস বড় ভূমিকা নিতে চলেছে। পরপর কয়েকটা টি-২০ সিরিজ জেতার পর হার্দিকের দলের মনোবল এখন তুঙ্গে। সূর্যকুমার যাদব এই দলের সহ-অধিনায়ক। যিনি এই ফরম্যাটে বোলারদের আতঙ্ক হয়ে উঠেছেন। বোলিংয়ে অর্শদীপ, উমরান ও শিবম মাভির উপর পেস অ্যাটাকের দায়িত্ব থাকবে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন পৃথ্বী শা। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পৃথ্বী। যদিও হার্দিক স্পষ্ট জানিয়ে দিলেন, পৃথ্বী নয় শুক্রবার ঈশানের সঙ্গে ওপেন করবেন একদিনের সিরিজে স্বপ্নের ফর্মে থাকা শুভমন।

একদিনের সিরিজে ৩-০ হারের পর এই টি-২০ সিরিজে নামছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনার এই দলের অধিনায়ক। তাঁকে এই সিরিজে ডারিল মিচেল ও ইশ সোধির উপর অনেক নির্ভর করতে হবে। ৫০ হাজার লোক ধরে রাঁচির এই মাঠে। এখানে ধোনির নামে প্যাভিলিয়ন আছে। এযাবত্‍ রাঁচিতে ৬টি একদিনের ম্যাচ, ২টি টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচ হয়েছে। ভারত এখানে তিনটি টি-২০ ম্যাচ খেলে সব ক'টিতেই জিতেছে।২০২৪-এর মিশন টি-২০ বিশ্বকাপের এখন থেকেই তৈরি হচ্ছে ভারত। নির্বাচকদের পরিকল্পনায় সবার আগে রয়েছে হার্দিকের নাম। ফলে তাঁর জন্যও এখন প্রতিটি টি-২০ সিরিজ চ্যালেঞ্জ। হার্দিকরা এই সিরিজও জিতে মনোবল বাড়িয়ে রাখতে চান।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News