করোনা-ওমিক্রণ দাপটে স্থগিত আই লিগ

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনার পাশাপাশি ওমিক্রনের থাবাও এবার এসে পড়লো ভারতের দ্বিতীয় ডিভিশন ফুটবলের ওপর। এতদিন ধরে করোনা-ওমিক্রণ মহামারীর দাপটে পর্যদস্ত হয়ে পড়েছিল সারা বিশ্বের ফুটবল লীগ গুলি, এবং গতকাল ভারতের দ্বিতীয় ডিভিশন লিগ আই লিগেও দেখা গেলো করোনা-ওমিক্রণ এর থাবা। 
এবছর আই লিগ অনুষ্ঠিত হচ্ছে কোলকাতাতে, তার মধ্যেই গতকাল জানা যায় আই লিগের দলগুলোর মধ্যে মোট ৮ জন খেলোয়াড় ও দলের স্টাফরা করোনায় আক্রান্ত। সেই অনুযায়ী কানাঘুসো শোনা যাচ্ছিল বন্ধ হয়ে যেতে পারে আই লিগ, কিন্তু তারপর এ আই এফ এফ ঘোষণা করে "আই লিগ বন্ধ করা হবে না, স্থগিত রাখা হচ্ছে কিছুদিনের জন্য, পরিস্থিতির ওপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত" ৪ জানুয়ারির পর এবছরের আই লিগের ভবিষ্যৎ কি তা স্পষ্ট হবে। এই বছরের শেষে দুদিন অর্থাৎ ৩০ ও ৩১ জানুয়ারির ম্যাচ বাতিল করা হয়েছে তার সাথে সাথে নতুন বছরের ৩ ও ৪ জানুয়ারির ম্যাচ গুলো হবে না বলে জানিয়েছে ফুটবল ফেডারেশন। 
 সব মিলিয়ে মোট ৮ জন খেলোয়াড় ও দলের স্টাফেরা আক্রান্ত হয়েছে করোনায়, তাদের মধ্যে ৩ জন দলীয় স্টাফ রিয়েল কাশ্মীর এফসির, এবং একজন করে মহামেডান স্পোর্টিং, শ্রীনিদি দেকান এফসি, নেরোকা এফসি ও আইজল এফসি। শোনা যাচ্ছে আগামী ৪ তারিখের মধ্যে ফুটবলারদের মধ্যে কোভিদ আক্রান্তের সংখ্যা যদি না বাড়ে তবে আগামী ৫ তারিখ ও তার পরের ম্যাচ গুলি অনুষ্ঠিত হতে পারে।
ফুটবল ফেডারেশনের সভাপতি সুব্রত দত্ত বলেন "এখন সকল ফুটবলারদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে, হোটেল রুমের বাইরে কারোরই বেরোনো যাবে না এমনকি তাদের খাবার ব্যবস্থা ও তাদের রুমেই করা হবে, এবং ৪ তারিখ পর্যন্ত কোন খেলোয়াড় প্র্যাকটিসের যোগদান করতে পারবেন না। যদি ৪ঠা জানুয়ারির পরে আবার আই লিগ শুরু হয় তখন নতুন করে প্র্যাকটিসের অনুমতি দেওয়া হবে।

 গতকাল সকল ফুটবলার, সাপোর্টিং স্টাফ ও রেফারিদের করোনা পরীক্ষা করা হয়েছে, আবারো জানুয়ারির ১ ও ৩ তারিখ সকল দলের সকল খেলোয়াড় থেকে শুরু করে তাদের স্টাফ পর্যন্ত সবার কোভিড পরীক্ষা করা হবে। যে সকল ফুটবলাররা ও সাপোর্টিং স্টাফেরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাদের সকলকে আইসোলেশন এ পাঠিয়ে দেওয়া হয়েছে। 

 গত বছরের মতো এ বছরও আই লিগ হচ্ছে বাংলায়, মোহনবাগান মাঠ ছাড়াও কল্যাণীয় নৈহাটির মাঠে খেলা হচ্ছে। আই লিগ আয়োজনের অন্যতম সহায়ক আইএফএ, তাদের সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন "আমাদের দিক থেকে সবরকম সাহায্য করা হচ্ছে আশা করছি আই লিগ বন্ধ হবে না"।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamojoy Shrimany

Related News