ফুটবল দুনিয়ায় নীল - সাদা দলে আগমন নতুন নক্ষত্রের

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

অবশেষে ফাইনালের পথে নীল - সাদার দল। খেলার জীবনে শেষ বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে ছাড়েননি মেসি। ২০২২ এর বিশ্বকাপ তাঁর জীবনের অন্তিম পর্ব। এরপরই খেলা থেকে অবসর নিচ্ছেন  ফটবল জগতের গুরুদেব মেসি। এদিনের সেমিফাইনালের ম্যাচ যেনো অবাক করে দিয়েছিল সকল দর্শকদের। মাঠের নেমেই একটার পর একটা গোল দিয়ে চমকে দিয়েছিলো সমর্থকদের। 

তবে এই ম্যাচে মেসিকে সমানভাবে পাশে থেকে সাহায্য করেছে আলভারেজ। প্রায় ১০ বছর আগে মেসির অটোগ্রাফ নেওয়া থেকে আজ একসাথে মাঠে নেমে গোল করছেন আলভারেজ। তবে আগের ম্যাচগুলির পর ক্রোয়েশিয়ার এভাবে সেমিফাইনালে হার আর্জেন্টিনার পক্ষে ভাবা সম্ভব হয়নি। যে ব্রাজিলের মতো এক শক্তিশালী দলকে   হারিয়েছিল, তাদেরই ফাইনালের পথে এগোনোয় রুখে দাড়ালো আর্জেন্টিনা। তবে এবারের ম্যাচে শুধু মেসি নন, আরেক উজ্জ্বল নক্ষত্র দেখা দিয়েছে মাঠে, তিনি হলেন জুলিয়ান আলভারেজ।

 আর্জেন্টাইন স্ট্রাইকারের এই বিশ্বকাপে চারটে গোল হয়ে গেল আলভারেজের। সকলেই বুঝতে পেরেছেন আগামী দিনের এক নক্ষত্র এগিয়ে এসেছে এবার। যেভাবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি নিলেন এবং দুটি গোল করলেন, তাতে লিওনেল মেসির পক্ষে ম্যাচ জেতানো অনেকটাই সহজ হয়ে গিয়েছে। 

শুধু ক্রোয়েশিয়া নয় , পোল্যান্ডের বিরুদ্ধেও আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি আলভারেজের দেওয়া। জন্ম আর্জেন্টিনার ক্যালচিনে। ১৩ বছর বয়সে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ট্রায়ালের ডাক আসে তাঁর। জুলিয়ানের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যায় রিয়াল মাদ্রিদ আধিকারিকরা। কিন্তু ১৩ বছরের জুলিয়ানকে সই করানোর ক্ষেত্রে আইনি সমস্যায় পড়ে রিয়াল মাদ্রিদ।

তবে হাল ছাড়েননি তিনি। করে গেছেন কঠোর পরিশ্রম। দিনরাত এক করে খেটেছেন তাঁর স্বপ্ন পূরনের জন্য। এবার ফলাফলও পেয়েছেন তিনি।মেসির কথায় জুলিয়ান লম্বা দৌড়ের ঘোড়া। ছেলেবেলায়  আলভারেজের  স্বপ্ন ছিল মেসির সাথে বিশ্বকাপ খেলার, যা ২০২২ এ বাস্তবে পরিণত হতে চলেছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Related News