"আমার বিশ্বকাপ সফর শেষ হবে এই ফাইনাল ম্যাচ খেলেই।" - বার্তা আর্জেন্টিনার অধিনায়কের

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

২০২২ এই হতে চলেছে হয়তো আর্জেন্টিনার অধিনায়ক তথা মেসির শেষ বিশ্বকাপ। আর্জেন্তিনার সুখের রাতে কিছুটা হলেও মিশল বিষাদের সুর। অবসর ঘোষণা করলেন দেশের তারকা ফুটবলার লিওনেল মেসি। তিনি জানিয়ে দিয়েছেন যে দেশের জার্সিতে ১৮ ডিসেম্বর শেষ ম্যাচ তিনি খেলতে নামবেন। বিশ্বকাপই দেশের জার্সিতে শেষবার মেসিকে দেখতে পাওয়া যাবে। রবিবারের ফাইনাল ম্যাচেই তাঁর শেষ বিশ্বকাপ অভিযান, জানালেন লিওনেল মেসি।সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর পর অনুরাগীদের হৃদয় ভঙ্গ হল এল এম টেন-এর ঘোষণায়। দেশের সংবাদমাধ্যমকে মেসি জানিয়েছেন কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করতে পেরে তিনি খুব খুশি। ফাইনাল ম্যাচে খেলে তিনি বিশ্বকাপ অভিযানে ইতি টানতে চান।

আর্জেন্তিনার অধিনায়কের কথায়,"আজ পর্যন্ত আমি যা অর্জন করতে পেরেছি, তাতে যারপরনাই খুশি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচেই শেষবার আমাকে দেখতে পাওয়া যাবে। পরের বিশ্বকাপ আসতে এখনও অনেক দেরি আছে। আমার মনে হয় না তত দিন পর্যন্ত আমি খেলতে পারব। এবং এভাবে বিশ্বকাপ অভিযান শেষ করাই সেরা।" ৩৫ বছর বয়সি মেসির এটা পঞ্চম বিশ্বকাপ। আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি বলেছিলেন যে, মেসি পরের বিশ্বকাপ খেলবেন। কিন্তু মেসি নিজে জানিয়েদিলেন যে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ।কাতারে পঞ্চন গোল দেওয়ার সঙ্গে সঙ্গে তিনিই আর্জেন্তিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা। এর আগে এই খেতাব ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। 

১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের কাছে। ফাইনালের ম্যাচটাই তাঁর বিশ্বকাপে শেষ ম্যাচ বলে জানিয়েদিলেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, “ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমার বিশ্বকাপ সফর শেষ হবে এই ফাইনাল ম্যাচ খেলেই। পরের বিশ্বকাপ অনেক দেরি। আমার পক্ষে সেটা খেলা সম্ভব হবে না। আর শেষটা এ ভাবেই করা ভাল।” তিনি আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে ১০ টি গোল দিয়েছিলেন। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপ অভিযানে নেটে বল জড়িয়েছেন ১১ বার। শুধু নিজের রেকর্ডই নয় তিনি বলেছেন, " রেকর্ড ইত্যাদি তো খুবই ভাল। তবে গুরুত্বপূর্ণ হল দলগত অভীষ্ট পূরণ করা। যেটা সবথেকে ভাল। আমরা মাত্র একটি ধাপ দূরে। কঠোর পরিশ্রম করার পর আমরা এখন সর্বস্ব দিয়ে দিতে প্রস্তুত বিশ্বকাপ জয়ের লক্ষ্যে।" এই নিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠল আর্জেন্তিনা। মঙ্গলবারের ম্যাচে জয়লাভের পর আর্জেন্তিনার রাজপথে উচ্ছ্বসিত ভক্তরাও। তারা ১৮ ডিসেম্বরের জন্য সময় গুনছেন। এ বার প্রতিপক্ষের অপেক্ষায়। মেসির হাতে কাপ দেখার স্বপ্ন দেখছেন অগনিত অনুরাগী। এখন শুধু সময়ের অপেক্ষা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News