বিজেপি নো পাত্তা, সিপিএম ভোকাট্টা -মমতা

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতার ১১টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় চলছে গণনা। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে গেল কার দখলে থাকবে কলকাতা পৌরসভা। কড়া নিরাপত্তার মধ্যে চলছে গণনা স্ট্রং রুমগুলিতে। হাইকোর্টের নির্দেশে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রয়েছে সিসি ক্যামেরার আওতায়। নজরদারির মধ্যেই চলছে কলকাতা পুরসভার (kmc) গণনা। কলকাতার পুরসভা নির্বাচনের শেষে শেষ হাসি হাসলেন তৃণমূলই। 
২০২১ -এ কলকাতা পুরভোটের ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩৪ টি আসনে জিত হাসিল করলো। আর বামেরা পেয়েছে ২ টি আসন। বিজেপি ও কংগ্রেস যথাক্রমে ৩ ও ২ আসনে জয়ী হলো। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ১৩২, বিজেপি ১১ এবং কংগ্রেস মাত্র ১টি ওয়ার্ডে এগিয়ে ছিল। কলকাতা পুরভোটে ঘাসফুল শিবিরের লক্ষ্যে ১৪৪ টির মধ্যে  ১৩৪ টি আসনে জিতল। 
এবারে পুরভোটে (KMC Election 2021) অনেক রক্ত ঝরেছে কলকাতায়। শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার। বাদ যায়নি বুথে এজেন্টকে বসতে না দেওয়া, ধাক্কাধাক্কি-মারধর-হুমকির অভিযোগও। 'পোশাক ছিঁড়ে দেওয়া' হয় খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের। 
ফের একবার হিংসা, মারামারির মধ্যে দিয়ে শেষ হয়েছে কলকাতা পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বিরোধী বিজেপি হোক অথবা সিপিএম সকলেই শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছে অত্যাচার চালিয়ে ভোট দখল করার দাবিতে। পুনঃনির্বাচনের দাবিও তোলা হচ্ছে কিছু জায়গায়। আবার এই ঘটনা গড়ালো আদালত পর্যন্ত। সেই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার পুরসভা নির্বাচনের ফলাফল ঘষোনা হলো রাজ্য নির্বাচন কমিশনের। বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা, পুলিশি প্রহরা, পেট্রোলিং এবং নির্বাচন কমিশনের নজরদারিতে থাকলেও বিধানসভা ভোটের পর কলকাতা পুরসভা ভোটেও একাধিক জায়গায় নানা অভিযোগ উঠেছে। এই অবস্থার মধ্যেই সরকারপক্ষ জয়ের মুখ দর্শন করলেন অতি সহজেই।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরভোটের গণনা শুরু হয়ে গিয়েছিল। ঘাসফুল শিবিরের জয় নিশ্চিত হলো আজ। গণনা শেষে ১৩৪ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। গণনার দিনই গণনাকেন্দ্রের বাইরে ঝামেলায় জড়িয়ে পড়ল তৃণমূল ও কংগ্রেস কর্মীরা।
ভোটের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “বিজেপি নো পাত্তা, সিপিএম ভোকাট্টা, কংগ্রেস স্যান্ডউইচ হয়ে গিয়েছে, আমড়া মাথা নত করে কাজ করবো।“

সাধারনভাবেই অত্যন্ত উচ্চছ্বসিত তৃণমূল কর্তারা। বিরোধী পার্থীরা আসন হারাচ্ছে তা স্পষ্ট বোঝা গেলো এই পুরো ভোটে। তবে বামেদের উত্থানও শুরু হয়েছে। মাত্র ২ টো আসন পেলেও অনেক জায়গাতেই ২-য় স্থানে দেখা গেছে বামেদের। প্রায় ৬৬ টি আসনে বামেরা রয়েছে ২-য় স্থানে। 
বিজেপির ২২ নম্বর ওয়ার্ডে মীনাদেবী পুরহিত, ২৩ নম্বর ওয়ার্ডে বিজয় ওঝা এবং ৫০ নম্বর ওয়ার্ডে সজল ঘোষ ছাড়া র কেউই আসন দখল করতে সক্ষম হয়নি। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Trina Bhattacharya

Tags:

Related News