সঞ্জুর অনবদ্য ইনিংস! তবু শেষ রক্ষা হল না ভারতের।

banner

#Pravati Sangbad Digital Desk:

লখন‌উয়ে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে সংঘটিত হ‌ওয়া প্রথম ওয়ানডে তে , মিলার - ক্লাসেন দাপটে পরাজিত হল ধাওয়ানের ভারত। প্রথমে ব্যাটিং এ নেমে সাউথ আফ্রিকা ৪০ ওভারে ২৪৯ করে ৪ উইকেট খুইয়ে ( বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪০ এ), তা তাড়া করতে ভারত থেমে যায় ২৪০ এ। 
এদিন অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে অসাধারণ সূত্রপাত করে। ডি - কক করেন ৪৯ রান। তারপর ক্লাসেন আর চূড়ান্ত ফর্মে থাকা মিলার মিলে যোগ করেন ১৩৯ রান । দু'জনেই থাকেন অপরাজিত। মিলার যেখানে অপরাজিত থাকেন ৭৪ রানে, ঠিক তেমনই অপরাজিত থাকেন ক্লাসেন ৭৫ রানে। ভারত ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান আর গিল আউট হয়ে যান কম রানে। তাঁদের স্কোর যথাক্রমে ৪ ও ৩ । ঋতুরাজ ( ১৯) ও ঈশাণ কিষাণ ( ২০ ) ও সেভাবে প্রভাব বিস্তার করেননি। তবে শ্রৈয়স আইয়ার ( ৫০) আর সঞ্জু র অনবদ্য ৬৩ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস স্বস্তির নিঃশ্বাস ভারতীয় ড্রেসিং রুমে। তাঁরা , বিশেষ করে সঞ্জু স্যামসন আরো একবার যেন প্রমাণ করলেন যে তিনি কোথাও না কোথাও গিয়ে টি ২০ দলের অংশ হ‌ওয়ার যোগ্য ছিলেন।
যদিও এ হারের পিছনে অনেকাংশে দায়ী করা যেতে পারে ভারতীয় ফিল্ডারদের গাফিলতি। অন্যদিকে লুঙ্গি এঙ্গিডি আর রাবাদা সাউথ আফ্রিকা র হয়ে ৩ ও ২ টি উইকেট । পরের বছর ওয়ান ডে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এই জিত অবশ্যই প্রোটিয়াদের সাহস জোগাবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Tags:

Related News