চতুর্থ দিনে কাঁধে চোট নিয়েই ঋদ্ধির অর্ধশতরান, নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেট হারিয়ে ৪ ওভারে ৪ রান

banner

#Pravati Sangbad Digital Desk:

বৃহস্পতিবার ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট শুরুর প্রথম দিনে কানপুরের গ্রিনপার্ক ময়দানে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক আজিঙ্ক রাহানে। প্রথম ইনিংসে ৩৪৫ রান করেই অল-আউট হয়ে যায় ভারতীয় দল, সাথে ছিল শ্রেয়াস আইয়ারের জীবনের প্রথম টেস্ট ম্যাচের শতরান। তার সাথে ছিল শুভমন গিল আর জাদেজার অর্ধশত রান। ভারতের বিপক্ষে ৩৪৫ রান রানের লক্ষ্য মাত্রা পূরণ করতে গিয়ে প্রথম ইনিংসে ২৯৬ রানে অল-আউট হয়ে যায় টিম নিউজিল্যান্ড। ওপেনিং জুটি টম লাথাম আর ইয়ং ছাড়া তেমন কেউই ক্রিজে টিকে থাকতে পারেনি ভারতীয় বোলারদের বোলিং অ্যাটাকের সামনে। এদিন অক্ষর প্যাটেল উইকেট নিজের নামে করেন, অশ্বিন নেন উইকেট আর উমেশ যাদব জাদেজা টি করে উইকেট নেন।


আজ রবিবার সেই টেস্টের চতুর্থ দিন, তৃতীয় দিন ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ওভার ব্যাট করার সুযোগ পেয়ে উইকেটের বিনিময়ে ১৪ রান নিজের নামে করে। জেমিসনের বলে ঘরে ফিরে গেছেন শুভমন গিল। মাঠে নামলেন ময়াঙ্ক আগারওয়াল চেতেশ্বর পূজারা। ১০ ওভারে ভারতের স্কোর দাড়াই ৩১ রান উইকেটের বিনিময়ে। জেমিসনের শর্ট বলে আউট হলেন চেতেশ্বর পূজারা, ৩৩ বলে ২২ রান করে ভারতীয় ড্রেসিং রুমে ফিরে গেলেন পূজারা। ৩২ রানে ভারত তার দ্বিতীয় উইকেট হারাই। মাঠে কিউয়িদের বিরুদ্ধে নামলেন অধিনায়ক রাহানে, তবে বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি রাহানেকেও, ১৫ বলে রান করে প্যাভলিয়নে ফিরে যান রাহানে, ১৫ ওভারে ভারত তার তৃতীয় উইকেট হারাই। ১৫ ওভারে ৪১ রান করে উইকেট হারাই ভারত। এরপর একে একে ময়াঙ্ক আগারওয়াল ৫৩ বলে ১৭ রান করে এবং জাদেজা দুটি বল খেলে শূন্য রানে সাউদির কাছে পরাস্থ হয়ে ফিরে যায়। ২০ ওভারে ৫১ রান করে উইকেট হারাই ভারত। লাঞ্চের বিরতি শেষে মাঠে নামলেন তরুন শ্রেয়াস আইয়ার এবং অশ্বিন। উইকেট হারিয়ে শতরান পূরণ করল ভারত। অশ্বিনের স্কোর ৪৬ বলে ৩০ এবং শ্রেয়াস ৬৪ বলে ২৪। কিছুক্ষণের মধ্যেই আবার ধাক্কা খেলো ভারত, ষষ্ঠ উইকেট হারাল ভারত, ৬২ বলে ৩২ রান করে আউট হলেন অশ্বিন। ৪০ ওভারে উইকেট হারিয়ে ভারতের স্কোর ১০৩ রান, কাঁধে চোট নিয়ে মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা।

৫০ ওভারে ভারতের স্কোর দাড়াই ১৩১ রান উইকেটের বিনিময়ে, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতের আশা নতুন শ্রেয়াসের কাঁধে। ৫৫ ওভারে ১৫০ করল ভারত, ঋদ্ধিমান সাহা ২১ রানে এবং শ্রেয়াস আইয়ার ৪৯ রানে। টিম সাউদির সামনে যখন একের পর এক ভারতীয় ব্যাটসম্যান ধোপে টিকছে না, ঠিক সেই সময় প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ১০৯ বলে অর্ধশত রান করে ফেললেন শ্রেয়াস আইয়ার। কিন্তু এই ইনিংসে আর শত রান করা হল না ১২৫ বলে ৬৫ রান করে শ্রেয়াসকে ঘরে ফেরালেন টিম সাউদি। মাঠে নামলেন অক্ষর প্যাটেল। ৬০ ওভার বলে উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৬৭ রান। ঋদ্ধিমান সাহা ২২ রানে নট-আউট। অবশেষে ৭১ ওভারে ২০০ রানের গণ্ডি পার করল ভারত। ঋদ্ধিমান সাহার ঘারের চোটের যন্ত্রণা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু হার না মানা বঙ্গ সন্তান ১১৫ বল খেলে অর্ধশত রান পূরণ করলেন, প্রথম ইনিংসে রান করে ফিরে যাওয়া ঋদ্ধিমান দ্বিতীয় ইনিংসে ভরসা যোগাচ্ছে টিম ইন্ডিয়াকে। ২৩৪ রানে ইনিংস শেষ করল ভারত।


দ্বিতীয় ইনিংসে রান তারা করতে শুরু করল নিউজিল্যান্ড, প্রথম ইনিংসে দুর্দান্ত ছন্দে থাকা দুই ওপেনিং জুটি টম লাথাম আর উইল ইয়ং। ইনিংসের শুরু থেকেই ভারতীয় বোলারদের লক্ষ্য ছিল এই জুটিকে ভেঙ্গে ফেলা। এই জুটিকে ভাঙতে পারলেই জয়ের দিকে এক ধাপ এগিয়ে থাকবে ভারত। শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড, অশ্বিনের বলের প্যাঁচে পরে আউট হয় উইল ইয়ং। ওভারে রান করে উইকেট হারাই কিউয়িরা। তারপর অবশ্য বেশি সময় পাইনি নিউজিল্যান্ড মাত্র ওভার খেলেই ম্যাচ আজকের মতো শেষ হয়। কাল সোমবার ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের শেষ দিনে গোটা দিনটাই হাতে থাকবে কিউয়িদের।  

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News