জীবন উপভোগ করতে ফোনের ব্যাবহার কমান! বিশ্বের প্রথম ফোনের আবিষ্কর্তার মুখে শোনা গেলো এমনই কথা

banner

#Pravati Sangbad Digital Desk:

বিংশ শতাব্দীর পৃথিবীতে যোগাযোগের অন্যতম মাধ্যম হল মোবাইল ফোন, ১৯ শতকের শেষের দিকে প্রথম আবিষ্কৃত হয়েছিল মোবাইল ফোন, তার পর থেকেই বিশ্বের যোগাযোগ মাধ্যমে আমূল পরিবর্তন এনেছে। তবে যোগাযোগের পাশাপাশি বর্তমান সমাজ মোবাইল ফোনে ক্রমশ আসক্ত হয়ে পড়ছে, সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যুব সমাজ, আগের থেকে অনেকটাই কমেছে পড়াশোনার মনোযোগ। বর্তমানে বিশ্বের অন্যান্য সমস্যা গুলির মধ্যে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে মোবাইল আসক্তির সমস্যা।

১৯৭৩ সালের ৩শরা এপ্রিল, বিশ্বের প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন মার্টিন কুপার, মোবাইলটির ওজন ছিল প্রায় ১ কেজির ওপরে, শুধু তাই নয় উচ্চতা ছিল ১০ ইঞ্চির সমান, অর্থাৎ আজকালকার সুপার স্লিম মোবাইল ফোনের মতো পকেটে পুরে নেওয়ার কোন জায়গাই ছিল না, সেই সাথে চার্জ দিতে হতো ১০ ঘণ্টার বেশি এবং একবার চার্জ দিলে চলত মাত্র ২৫ মিনিট, অর্থাৎ সব মিলিয়ে বর্তমান যুগের ফোনের থেকে অনেকটাই পিছিয়ে ছিল সেই ফোন। বিশ্বের প্রথম ফোন নির্মাতা মার্টিন কুপার জানিয়েছেন, “ ফোন আবিষ্কার হয়েছিল মাত্র একজন ব্যাক্তির সাথে যোগাযোগ করার জন্য”, সেই সাথে তিনি আরও বলেন, “ বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, জীবনকে উপভোগ করার জন্য মোবাইল ফোনের ব্যাবহার কমাতে হবে”। এমনকি বিশ্বের প্রথম মোবাইল ফোন নির্মাতা মার্টিন নিজেই প্রতিদিন ৫ শতাংশের কম সময় ফোনে কাটান, এ কথা তিনি নিজেই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News