কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে চাকরির জন্য যোগাযোগ করতে পারেন। নীচে চাকরির বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হল। ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) এর ৬২টি পদের জন্য অনলাইনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।এতদিন ইঞ্জিনিয়ারদের অভাবে ব্যহত হচ্ছিল নাগরিক পরিষেবা। অবশেষে টনক নড়ল কলকাতা পৌর সংস্থার।কলকাতা পুরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয় আবেদন করা যাবে অনলাইনে www mscwb.org-এর মাধ্যমে।আবেদনকারীদের বয়সসীমা ৩৭ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ জুলাই। কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস সিনহার অভিযোগ , '' ওই ইঞ্জিনিয়ারের উপর দু'টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল । দুটো আলাদা বরোর । ওই ইঞ্জিনিয়ার স্পষ্ট জানিয়েছেন ওটা বিএসএনএল-এর পোস্ট ছিল সেখানে পুরসভা কোনও আলো লাগায়নি। তিনি এমন কোনও নির্দেশও দেননি । তাহলে কীসের ভিত্তিতে তাঁকে দোষী সাব্যস্ত করে সাসপেনশনের কথা বাজারে ভাসিয়ে দেওয়া হল? এটা চক্রান্ত। ''
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে সিভিল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যালে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সীমা
ওপরের সব পদের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১.১.২০২২ তারিখে ৩৭ বছরের বেশি হলে চলবে না। এসসি ও এসটিদের জন্য ০৫ বছর, ওবিসিদের জন্য ৩ বছর ও PWD বিভাগের জন্য ১০ বছর বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা হয়েছে। প্রাক্তন সৈনিক ও অন্যান্যদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আবেদনের ফি
প্রার্থীদের অবশ্যই ২০০ টাকা (SC/ST/PWD-এর জন্য ৫০ টাকা) একটি আবেদন ফি দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা কোনও বিকল্প ব্যবহার করে অনলাইনে আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি জমা দিতে হবে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News