আর্থিক ব্যাংক ছাড়াও শেয়ারেও ভরসা পেটিএম কর্মকর্তার

banner

#Pravati Sangbad Digital desk:

বৃহস্পতিবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বারে বার্ষিক সাধারণ সভায় পেটিএম এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা বক্তৃতা দিতে গিয়ে শেয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। পেটিএম এর মূল্ কার্য সংস্থা ওয়ান 97 কমিউনিকেশনসের শেয়ারের দর নাম নথিভুক্তকরণের দিনে প্রায় ২৭ পার্সেন্ট পড়ে গেছিল পড়ে বারবার আরও পড়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকার দের ভূমিকা কি ছিল এই সংস্থার মূল্যায়নে বাজার নিয়ন্ত্রকরা তা খতিয়ে দেখবে। এই বিষয়ে পেটিএম এর সিইও বিজয় শেখর শর্মা বলেছেন পরে শেয়ার বাজারের দর এতটা পড়ে যাওয়ায় আমি সত্যি আশাহত। তবে প্রথম দুই ম্যাচে হারলে আমরা জিতব ঠিকই। এই শেয়ারে দীর্ঘমেয়াদি লগ্নি করতে হবে। সবকিছু মিলিয়ে এই সংস্থার শেয়ারের ভবিষ্যৎ নিয়ে চিন্তার বান নানা জায়গায়।


এরআগেও পেটিএম কে ক্ষুদ্র আর্থিক ব্যাংক হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছে সংস্থা। করো না পরিস্থিতির কারণে ব্যাপক হারে বেড়েছে পেটিএম এর ব্যবহার। এছাড়াও পেটিএম রেখেছে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রাহকদের জন্য।1 বর্তমানে দেশের ডিজিটাল পেমেন্ট সার্ভিসের শীর্ষস্থানে রয়েছে পেটিএম। করোনাকালীন পরিস্থিতিতে তারা নিয়েছিল অভিনব উদ্যোগ। চালু করেছিল তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণ এর পরিষেবা। এই ব্যবস্থায় গ্রাহকেরা সাধারণ কয়েকটি শর্ত পূরণের দ্বারাই  মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারত। এবং যা ১৮ থেকে ৩৬ মাস এর সহজ কিস্তিতে শোধ করা যাবে বলে জানা গিয়েছিল। এই ঋণ দেওয়ার জন্য পেটিএম নন-ব্যাংকিং আর্থিক সংস্থা গুলোর সঙ্গে চুক্তি করেছিল। ব্যাংকের পরিপূরক হিসেবে কাজ করে চলেছে পেটিএম। তাই ক্ষুদ্র আর্থিক ব্যাংক হিসেবে তার আত্মপ্রকাশ করার প্রচেষ্টা খুবই স্বাভাবিক।


পেটিএম কর্তা বিজয় শেখর শর্মা র  মতে ক্ষুদ্র আর্থিক ব্যাংক হিসেবে পেটিএম আত্মপ্রকাশ করে বিভিন্ন আর্থিক জটিলতা কাটবে। এছাড়া পেটিএম এর পক্ষ থেকে আরো অনেক নতুন অভিনব উদ্যোগ গ্রাহকদের জন্য আনা যাবে। ডিজিটাল সংস্থা থেকে আর্থিক ব্যাংকে রূপান্তরিত হলে তা ভরসাযোগ্য হবে গ্রাহকদের কাছে।


বর্তমানে আরবিআই একটি নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে যেকোনো ডিজিটাল সংস্থাকে ক্ষুদ্র আর্থিক ব্যাংক হিসেবে পরিচয় পত্র দেয়া হবে যদি পাঁচ বছরের ভালো রেকর্ড তারা গড়ে তুলতে পারে এবং পেমেন্ট ব্যাংক থাকে। তবে গ্রাহকেরা পরিষেবা পাওয়ার জন্য বা লোন গ্রহণের জন্য কেন পেটিএম ব্যবহার করবেন তার তালিকা সংস্থা তৈরি করেই রেখেছে। পেটিএম থেকে লোন নিলে সুদের হার অনেক কম, টাকা শোধ করার সময় পাবে অনেক বেশি, প্রসেসিং ফি হবে অনেক কম। এছাড়াও ডিজিটাল ব্যাংকিং এর সুবিধা হচ্ছে বিশ্বের যেকোনো জায়গায় বসে অনলাইনে সমস্ত লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এছাড়া লোন এমাউন্ট গ্রাহক তার সুবিধামত খরচা করতে পারে। ভারতবর্ষের মতো জায়গায় পেটিএম বর্তমানে শীর্ষ স্থানীয়। লক্ষাধিক মানুষ অনলাইনে কেনাবেচা করছে পেটিএম এর দ্বারা বিভিন্ন অনলাইন সংস্থা তে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News