আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই গিয়ে টাকা জমা করে দিতে পারেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন। তাছাড়া ১০টি পর্যন্ত নোট একবারে এক্সচেঞ্জ করে ৫০০-১০০-র নোট নিয়ে নিতে পারবেন।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) শুক্রবার ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছে। RBI স্পষ্ট জানিয়েছে, ২,০০০ টাকার নোট এখন বৈধ থাকলেও ৩০ সেপ্টেম্বরের পর তা আর চলবে না।
২০১৬ সালে নোটবন্দির পরেই বাজারে ২,০০০ টাকার নোট এসেছিল। ৫০০ ও ১,০০০ টাকার নোট উঠে যাওয়ার পরেই পরিস্থিতি সামাল দিতে ২,০০০ টাকার নোট আনা হয়েছিল। কিন্তু দীর্ঘ মেয়াদে এই নোট রাখার পরিকল্পনা ছিল না কখনই। এর প্রমাণ হল, ২০১৮-১৯ সাল থেকেই ২,০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল RBI। বাজারে যে ২,০০০ টাকার নোট আছে, তার প্রায় ৮৯%-ই সেই ২০১৭ সালের মার্চের আগে ছেপে বাজারে এসেছিল।
ব্যাঙ্কগুলিকে ২,০০০ টাকার নোট ইস্যু করা বন্ধ করতে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এগুলি আইনি দরপত্র হিসাবে বৈধ থাকবে। এমনটাই জানিয়েছে RBI।