পাওনা ছুটির টাকা পাবেন কর্মীরা, নতুন শ্রম আইন লাগু হতেই মিলবে সুবিধা

banner

#Pravati Sangbad Digital Desk:

নতুন শ্রম বিধি চালু করার ঘোষণা করেছিলো অনেক আগেই, কিন্তু করোনা মহামারীর কারণে সেই বিধি এখনও পর্যন্ত লাগু করতে পারেনি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। তবে সূত্রের খবর আগামী ১লা জুলাই থেকেই লাগু হতে পারে এই নয়া শ্রম বিধি। বর্তমানে কর্মীদের সপ্তাহে ৫ দিন অফিসে হাজিরা দিতেই হয়, কিন্তু নয়া শ্রম বিধির ফলে ৫ দিনের থেকে কমে কাজের দিন হতে চলেছে ৪। সেই সাথে সপ্তাহে ৪ দিন ১২ ঘণ্টা করে কাজ করতেই হবে কর্মীদের, অর্থাৎ এক সপ্তাহে ৪৮ ঘণ্টা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল বর্তমানে শ্রম বিধির মধ্যে যেই সমস্ত নীতি রয়েছে তা আজকালকার দিনে বেশীরভাগটাই অচল, তাই শ্রম নীতিতে পরিবর্তন আনা খুবই জরুরি। সেই সাথে নতুন শ্রম নীতিতে কর্মীদের আগের থেকে অনেক বেশি সুবিধা দিতেও চলেছে কেন্দ্রীয় সরকার।
তার পাশাপাশি জানা গিয়েছে নতুন শ্রম বিধি লাগু হওয়ার পরেই মিলবে বকেয়া ছুটির অর্থ। বর্তমানে কোন কর্মী এক সংস্থা থেকে অন্য সংস্থাতে গেলে তবেই মেলে এই সুবিধা কিন্তু নতুন শ্রম আইন অনুযায়ী এবার একই সংস্থাতে থেকেও মিলবে এই সুবিধা। সাধারণত যে কোন সরকারি এবং বেসরকারি অফিসে নির্দিষ্ট ছুটি পাওনা থাকে কর্মীদের, অনেকক্ষেত্রে দেখা যায় অনেকেই এই ছুটির পুরোটা বছরে নেয়না বিভিন্ন কারণে, নতুন শ্রম আইনে বলা হয়েছে ওই সমস্ত ছুটি গুলির টাকা পাবেন কর্মীরা, তবে সেই টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট বছরের মধ্যেই সংস্থার কাছে দরখাস্ত করতে হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News