Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

আজ এদু বেদিয়া বনাম অ্যালেক্স লিমার বুদ্ধিমত্তার লড়াই

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ গোয়ার অ্যাথলেটিক স্টেডিয়ামে এফসি গোয়া বনাম জামশেদপুর এফসির এক উত্তেজনাপূর্ণ একটি খেলা অনুষ্ঠিত হতে চলেছে।

জামশেদপুর এবং গোয়া লীগ টেবিলে যথাক্রমে ৭ ও ১১ নম্বরে অবস্থান করছে। দুই দলই ১ টি করে ম্যাচে খেলেছে।


            জামশেদপুর তাদের লীগের প্রথম ম্যাচ খেলেছিল এস সি ইস্টবেঙ্গল এর সাথে, সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং জামশেদপুর এর ঝুলিতে যোগ হয় মাত্র ১ পয়েন্ট। সেই ম্যাচে জামশেদপুরের হয়ে একটি মাত্র গোল দিয়েছিলেন তাদের ডিফেন্ডার পেটার হার্টলে। সেদিনকার ম্যাচটি জামশেদপুর অত্যন্ত কৌশলে নিজেদের বল পজিশন বেশি রেখে খুব সুন্দর ভাবে আক্রমাত্মক মনোভাব নিয়ে খেলেছিল। আজও আশা করা যায় যে তার অন্যথা হবে না, তাদের দলের নামকরা খেলোয়াড়দের মধ্যে আছেন ভালস্কিচ, অ্যালেক্স লিমা, প্রণয় হালদারের মত খেলোয়াড়রা। তাদের কোচ ওয়েন কোয়েলি আজ ৩ পয়েন্টের লড়াই-এ অসাধারন প্রদর্শন করবেন টা বলাই বাহুল্য।

             অপরদিকে এফসি গোয়া তাদের লীগ যাত্রা হার দিয়ে শুরু করে। যদিও তাদের প্রতিপক্ষ এস সি ইস্টবেঙ্গলের থেকে যথেষ্ট শক্তিশালী মুম্বাই সিটি এফসি, তাদের কাছে গোয়া ৩-০ গোলে হেরে যায়। গোয়া সেই ম্যাচে কোন রকমের ভয়ের সঞ্চার করতে পারেনি, উপরুন্তু তাদের দলের ডিফেন্স কে নড়বড়ে দেখিয়েছে। তাদের দলের অধিনায়ক এডু বেডিয়া ভালো খেললেও তাদের দলের বাদ বাকি খেলোয়াড় দের খেলা অত্যন্ত সাদামাটা ছিল, তাদের মাঝ মাঠ এবং ডিফেন্স কোনমতেই বিপরীত পক্ষের থ্রু বল অথবা আক্রমণভাগের খেলোয়াড়দেরকে আটকাতেই পারছিল না। জুয়ান ফার্নান্ডো যদি তাদের ডিফেন্সের ভুলগুলোকে না ঠিক করেন তবে শুধু আজকের ম্যাচ নয়, বাদবাকি যতগুলি ম্যাচ তাদের বাকি আছে সবগুলিতেই তারা ভালো কিছু করতে পারবেন বলে মনে হয় না। শুধু বিডিয়া নয়, তাদের দলের বাদ বাকি সব খেলোয়াড়দেরও ভালো ভাবে খেলতে হবে আজকের ম্যাচটি। 


       আজকের ম্যাচটিতে গোয়ার সমর্থকরা তাদের দলের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে সেটাই স্বাভাবিক। আর জামশেদপুর এফসি ও চাইবে আজকের ম্যাচটি থেকে ৩ পয়েন্ট তুলে আনতে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tomojoy Shrimany

Related News