HDFC ব্যাঙ্কে ১২ হাজার নিয়োগ, কীভাবে আবেদন করবেন বিস্তারিত জেনেনিন

banner

#Pravati Sangbad Digital Desk:

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিশেষ করে যারা মোটা মাইনের বিনিময়ে ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক। HDFC Bank-এর ১২,০০০-এরও বেশি বিপুল সংখ্যক শূন্য পদে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।বিশেষ করে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে আছেন এবং দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে রয়েছেন তাদের উদ্দেশ্যেই মৃলত HDFC ব্যাংক এর তরফ এ প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি এখানে সম্পূর্ণ ফ্রি তে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পাশ ও গ্রাজুয়েশন পাস বিভিন্ন যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেগুলো ভালো করে জেনে নিন।
পদের নাম :
বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ক্লার্ক, এক্সপার্ট অফিসার, অ্যাসিসটেন্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অপারেশন হেড, প্রহিবিটরি অফিসার, কাস্টমার সার্ভিস এগজিকিউটিভ, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, কালেকশন অফিসার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, অ্য়ানালিটিক্স, ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন, রিকভারি অফিসার, রিলেশনশিপ ম্যানেজার ও জেনারেল ম্যানেজারের একাধিক পদে নিয়োগ হচ্ছ। আবেদন পদ্ধতি: পূর্বে এইচডিএফসি ব্যাংকের আবেদন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেই অনুপাতে এবারও একই পদ্ধতিতে আবেদন করতে হবে-
Step-1: এখানে আবেদন করতে হলে প্রথমেই গুগলে গিয়ে HDFC ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনাকে "HDFC bank careers" এটা লিখে গুগোল সার্চ করতে হবে। অথবা নিচের লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও আপনি এই পেজে চলে আসতে পারেন । এরপর আপনি প্রথম যে অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন এবং দেখবেন সেখানে লেখা আছে "Uplode Resume" এখানে আপনি আপনার বায়োডাটা আপলোড করবেন। তারপর পরবর্তী যেগুলো প্রসেস আসবে সমস্ত কিছু ফিলাপ করে দিবেন।
Step-2: এপ্লিকেশন করা হয়ে গেলে সবার প্রথমে প্রথম পেজে চলে আসবেন এবং সেখানে দেখবেন "Search Jobs" এখানে ক্লিক করার পড়ে আপনি দেখতে পারবেন আপনার এরিয়ায় অথবা আপনার শহরের কোন এইচডিএফসি ব্যাংকে লোক লাগবে কিনা, সেই এরিয়ার নাম অথবা আপনার শহরের নাম লিখে সার্চ করলেই দেখতে পারবেন আপনার এরিয়ায় ভ্যাকান্সি ফাঁকা আছে নাকি। এরপর আপনি সার্চ করে আপনার ইচ্ছামত পোস্টের জন্য আবেদন করতে পারেন।
এখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পাস এমনকি গ্রাজুয়েশন পাসেও বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ধরনের চাকরি রয়েছে। চাকরিপ্রার্থীদের নিজের ইচ্ছামতো যেকোনো পদে আবেদন করতে পারেন। বয়স: এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ১৮ বছর থেকে ৪০ কে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: এখানে আপনাকে ২৫,০০০/- টাকা থেকে ৩৫,০০০/- হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে চাকরি প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ফোন কলে মাধ্যমে অথবা ইমেইল আইডি মাধ্যমে ইন্টারভিউ জন্য ডাকা হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী ইন্টারভিউ পাস করবেন পরবর্তী কালে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে হলে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা অবশ্যই ইন্টারভিউ দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল কপি ও জেরক্স কপি নিয়ে যাবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News