অবসরের পরও পুনরায় নিয়োগ এয়ার ইন্ডিয়ায়, বড় সুযোগ অবসরদের

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার পাইলটদের জন্য একটা বড় সুযোগ দিচ্ছে এয়ার ইন্ডিয়া। অবসর পাওয়ার পর তিন বছরের মধ্যে আবারও যোগদান করা যাবে এয়ার ইন্ডিয়া তে পাইলট হিসেবে, নতুন নিয়ম ঘোষণা করল সংস্থা। জানা গেছে বর্তমান সময়ে দক্ষ এবং  প্রশিক্ষিত পাইলট দের যথেষ্ট ভর্তি রয়েছে অন্তর্দেশীয় বিমানবন্দরগুলোতে ফলে অবসর প্রাপ্ত দুঃখ পাইলটদের আবারো ফিরিয়ে আনার ভূমিকা পালন করছে এয়ার ইন্ডিয়া। যেকোনো যানের ক্ষেত্রে ড্রাইভার এর ভূমিকা অপরিসীম ঠিক সেরকমই বিমান পরিষেবায় পাইলটদের ভূমিকা অপরিসীম এবং তাদের বেতনও সর্বোচ্চ। অবসরের পর যারা তিন বছরের মধ্যে আবারও চাকরিতে জয়েন করবে তাদের কমান্ডার হিসাবে নেওয়া হবে।। মেয়াদ ফুরিয়ে যাবার পর তারা আবারও অস্থায়ী যোগদান করতে পারে সেক্ষেত্রে লিখিত উপযুক্ত আবেদনসহ ইমেইল করতে হবে। অবসরপ্রাপ্তের পর পাইলটেরা ফ্লাইং ভাতা এবং এবং চুক্তি অনুসারে পারিশ্রমিক পাবে। তবে যেহেতু অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগ হবে তাই এ ক্ষেত্রে যেমন দক্ষ পাইলটদের ভূমিকা থাকবে ঠিক সেরকমই খরচের পরিমাণও কমবে এরকমটাই মনে করছেন বিমান মহলের অধিকাংশ। এর আগে বিভিন্ন চাকরির ক্ষেত্রে অবসরের পরেও কাজ করার অনুমতি ছিল ঠিক সেভাবেই বিমান পরিষেবা টি চালু হলো পাইলটদের জন্য।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News